• পুজোয় টানা ১২ দিন ছুটি! দেখে নিন ২০২৬-এর ঘোষিত রাজ্য সরকারি ছুটির পূর্ণাঙ্গ তালিকা
    প্রতিদিন | ২৮ নভেম্বর ২০২৫
  • মলয় কুণ্ডু: প্রকাশিত হল ২০২৬ সালে সারা বছরের ছুটির তালিকা। কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে বছরে ক’দিন, কী উপলক্ষে ছুটি থাকবে, তার তালিকা ঘোষণা করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, কেন্দ্র অর্থাৎ NIA বিধিতে বছরে মোট ২৭ দিন ছুটি। এর সঙ্গে যুক্ত হচ্ছে রাজ্য সরকারের আলাদা ছুটির তালিকা। তাতে ছুটি ২৪ দিন। সবমিলিয়ে ৫০ দিনের বেশি কাজ থেকে ছুটি পাবেন কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীরা। এছাড়াও বিশেষ বিশেষ দিনে নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য ছুটি দেওয়া হবে বলে উল্লেখ রয়েছে ওই তালিকায়। এছাড়া এর সঙ্গে সপ্তাহান্তের ছুটি যুক্ত হবে।

    NIA বিধি অনুযায়ী, ২০২৬ সালের পয়লা জানুয়ারি থেকে ক্রিসমাস অর্থাৎ ২৫ ডিসেম্বর পর্যন্ত মোট ২৭ দিন ছুটি। এর মধ্যে টানা ছুটি রয়েছে দুর্গাপুজোয়, অষ্টমী, নবমী ও দশমী ? তিনদিন। তবে রাজ্য সরকারি কর্মীদের ক্ষেত্রে এই ছুটিটা বেশ দীর্ঘ। চতুর্থী থেকে শুরু করে তা একেবারে লক্ষ্মীপুজোয় শেষ হবে। ক্যালেন্ডার অনুযায়ী, মোট ১২ দিন ছুটি। তবে মাঝে দু, একদিন অফিস যেতে হতে পারে।

    রাজ্য সরকারের হিসেব অনুযায়ী, NIA ছুটির বাইরে দুর্গাপুজো ছাড়াও অন্তত ৯ দিন বাড়তি ছুটি। যেমন, হরিচাঁদ ঠাকুরের জন্মদিন, কবি ভানুভক্তের জন্মদিন, করম পুজো, কালীপুজো, ভাইফোঁটা, ছটপুজোয় অতিরিক্ত ছুটি পাবেন বিশেষ বিশেষ এলাকার বাসিন্দারা। অন্যদিকে, হুল দিবস, পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিন, ইস্টার স্যাটারডে-তে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষজন বাড়তি ছুটি পাবেন।

    শিবরাত্রি, দুর্গাপুজোর সপ্তমী, লক্ষ্মীপুজো, কালীপুজো, ছটপুজো, বীরসা মুন্ডার জন্মদিন ? এই সব পড়েছে রবিবার। ফলে ওইসব দিন আলাদা ছুটি মিলবে না। তবে রাজ্য সরকারের তরফে ওই দিনগুলির আগে-পরে অতিরিক্ত ছুটি দেওয়া হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)