• রাজ্য পুলিশে বড়সড় রদবদল, ১০ জেলার পুলিশ সুপার ও ASP পদে বদলি
    প্রতিদিন | ২৮ নভেম্বর ২০২৫
  • মলয় কুণ্ডু: রাজ‌্য পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ব‌্যাপক রদবদল করা হল। বদলি করা হয়েছে মূলত জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদে। বৃহস্পতিবার রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০টি জেলার পুলিশ সুপার পদে দায়িত্ব বদল করা হয়েছে। বুধবারই রাজ‌্য পুলিশে একযোগে ১৭৫ জন পুলিশ পদাধিকারীকে বদলি করেছিল নবান্ন। এবার জেলা পুলিশের শীর্ষপদে রদবদল করা হল। একাধিক পদে তিন বছর দায়িত্বে ছিলেন অনেক পুলিশ অফিসার। তাই স্বাভাবিক রুটিন মেনে তাঁদের বদলি করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

    একনজরে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ পুলিশ কর্তাদের বদল ?

    এছাড়াও আলিপুরদুয়ার থেকে জলপাইগুড়ির এসপি হয়েছেন ওয়াই রঘুবংশী। 

    পূর্ব মেদিনীপুর থেকে বাঁকুড়ায় এসপি করে পাঠানো হয়েছে সৌম্যদীপ ভট্টাচার্যকে। তবে পূর্ব মেদিনীপুরের পুলিশ  সুপার পদে এখনই কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার পদেও ব‌্যাপক রদবদল করেছে নবান্ন।
  • Link to this news (প্রতিদিন)