• নতুন বিয়ের পরই বড় দায়িত্ব, জন বার্লাকে গুরুত্বপূর্ণ পদ দিল রাজ্য সরকার
    প্রতিদিন | ২৮ নভেম্বর ২০২৫
  • রাজ কুমার, আলিপুরদুয়ার: জন বার্লাকে মাইনোরিটি( সংখ্যালঘু কমিশন) কমিশনের ভাইস চেয়ারম্যান করল রাজ্য সরকার। বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ নবান্ন থেকে এই মর্মে জন বার্লাকে ইমেল করে নিয়োগপত্র দেওয়া হয়। এই দায়িত্ব পেয়ে খুশি হয়েছেন ডুয়ার্সের বিতর্কিত রাজনৈতিক চরিত্র জন বার্লা। এদিন বার্লা বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী আমাকে এই দায়িত্ব দিয়েছেন। আমি খুশি। আমি ডুয়ার্সের জন্য কাজ করবো। মমতা বন্দ্যোপাধ্যায়ই এই রাজ্যের ভালো করতে পারেন। আমি আগেই কাজে নেমেছিলাম। এবার এই দায়িত্ব পেয়ে আমি ঝাঁপিয়ে কাজ করবো।”

    উল্লেখ্য, ২০১৯ সালে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিজেপির টিকিটে জিতে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন জন বার্লা। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি জনকে টিকিট দেয়নি। আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি মনোজ টিগগাকে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে টিকিট দেয় বিজেপি। তার পরেই বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হয় বার্লার। মনোজ টিগগার সঙ্গে পরবর্তীতে প্রকাশ্যে বিবাদ করতেও দেখা যায় প্রাক্তন এই সাংসদকে। সম্প্রতি সুভাষিণী চাবাগানের মাঠে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার মঞ্চেও দেখা গিয়েছিল এই প্রাক্তন সাংসদকে। তার কিছুদিন পরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন জন বার্লা।

    সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে জন বার্লাকে রাজ্যস্তরের বড় পদ দেওয়ায় ডুয়ার্সের রাজনীতিতে তৃণমূল আরো শক্তিশালী হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। জানা গিয়েছে, বর্তমানে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান পদে রয়েছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ আহমেদ হাসান ইমরান। এই কমিশনে ভাইস চেয়ারম্যানের দুটো পদ থাকে। একজন ভাইস চেয়ারম্যান হলেন জন বার্লা।

    প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল দীর্ঘ চিকিৎসার পর বার্লার প্রথম স্ত্রী মহিমার মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যুর প্রায় সাত মাস পরে ফের বিয়ে করেছেন জন বার্লা। ১১ নভেম্বর রেজিস্ট্রি সেরে ফেলেছেন নবদম্পতি। এখনো সামাজিক অনুষ্ঠান করা হয়নি। দলগাঁও চাবাগানের দলমনি ডিভিশনের মঞ্জু তিরকের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। মঞ্জু দেবী ডিমডিমার সেন্ট মারিয়া গরেতি ডিমডিমা গার্লস হাইস্কুলের শিক্ষিকা । দ্বিতীয় বিয়ের কয়েকদিনের মধ্যেই বড় পদ পেলেন জন বার্লা।
  • Link to this news (প্রতিদিন)