নিরাপত্তারক্ষীদের লাগাতার অভিযানে কোণঠাসা হয়ে পড়েছে মাওবাদীরা। আর এরই মধ্যে পাল্টা আঘাত হানার চেষ্টা করল মাওবাদীরা। তাঁদের পুঁতে রাখা IED (ইম্প্রোভাইজ়ড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে গুরুতর আহত হলেন এক মহিলা পুলিশ কর্মী। ছত্তিসগড়ের বস্তার ডিভিশনের সুকমা জেলার ফুলবাগড়ি থানা এলাকার জঙ্গলের ঘটনা।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে ওই IED বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ড (ডিআরজি) বাহিনীর এক মহিলা কনস্টেবল। মুচাকি দুর্গা নামের ওই মহিলা পুলিশকর্মীকে চিকিৎসার জন্য কেন্দ্রীয় বাহিনীর হেলিকপ্টারে করে নিয়ে আসা হয়েছে রায়পুরে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার গোগুন্ডা এলাকার নতুন একটি ক্যাম্প করা হয়েছে। গোগুন্ডা ক্যাম্পের অদূরে মাওবাদীদের গতিবিধির খবর পেয়ে তল্লাশি অভিযানে গিয়েছিল পুলিশ এবং ডিআরজির সদস্যরা। সেই সময়েই ফুলবাগড়ি থানা এলাকায় ওই অঞ্চলে আইইডি বিস্ফোরণ হয়।
এএনআই সূত্রে খবর, সুকমা এলাকার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, নিরাপত্তারক্ষীদের উপর আঘাত হানার জন্য বিভিন্ন জায়গায় আইইডি পুঁতে রাখে মাওবাদীরা। এই রকমই একটি প্রেসার মাইনে পা পড়ে যায় ওই মহিলা কনস্টেবলের। তাঁর বাম পা আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে নিয়ে আসা হয়েছে রায়পুরে।
এই ঘটনার পরেই অতিরিক্ত নিরাপত্তারক্ষী নিয়ে আসা হয়েছে ওই এলাকায়। মাওবাদী সদস্যদের খুঁজে বার করার জন্য এলাকা জুড়ে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে বলেও জানিয়েছেন ওই আধিকারিক।
প্রসঙ্গত, ওই এলাকারই অদূরে গত ৯ জুন মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে নিহত হয়েছিলেন সুকমার অতিরিক্ত পুলিশ সুপার আকাশ রাও গিরেপুঞ্জে।
উল্লেখ্য, আগামী বছরের মার্চ মাসের মধ্যেই দেশ থেকে মাওবাদীদের নির্মূল করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। গত কয়েক দিনে ছত্তিসগড় এবং অন্ধ্রপ্রদেশের জঙ্গলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে শীর্ষ মাওবাদী নেতা মাদভি হিদমা-সহ কয়েক জনের। গত কয়েকদিনে আত্মসমর্পণ করেছেন শতাধিক মাওবাদী সদস্য-ও।