• রাজ্য পুলিশে রদবদল, বদলি দশ জেলার পুলিশ সুপার
    আজকাল | ২৮ নভেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্য পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ পদে ফের বড়সড় রদবদল করা হল। বৃহস্পতিবার প্রশাসনের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট দশটি জেলার পুলিশ সুপার পদে দায়িত্ব বদল করা হয়েছে।

    পাশাপাশি, মোট ২৬ জন অ্যাডিশনাল এসপিরও বদলি করা হয়েছে বলে জানানো হয়েছে আর এক বিজ্ঞপ্তির মাধ্যমে। তবে হঠাৎ এই প্রশাসনিক রদবদলের কারণ কী?

    সূত্র মারফত জানা যাচ্ছে, রাজ্য পুলিশে এই বদলির পিছনে বিশেষ কোনও কারণ নেই। প্রশাসনিক সূত্রের খবর, বহু পুলিশ অফিসার তিন বছরের বেশি সময় ধরে একই পদে দায়িত্বে ছিলেন।

    নিয়ম অনুযায়ী তাঁদের রুটিন বদলিই এবারের রদবদলের মূল কারণ। একনজরে দেখে নেওয়া যাক কোন পুলিশ সুপারকে কোন জেলায় পাঠানো হল। 

    অরিজিৎ সিনহা: ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর

    বৈভব তিওয়ারি: বাঁকুড়া থেকে পুরুলিয়া

    অভিজিৎ ব্যানার্জি: পুরুলিয়া থেকে মালদা

    প্রদীপ কুমার যাদব: মালদা থেকে উত্তর দিনাজপুর

    ওয়াই রঘুবংশী: আলিপুরদুয়ার থেকে জলপাইগুড়ি

    শচীন: এস এস আইবি থেকে ডিসি নিউটাউন

    ধৃতিমান সরকার: পশ্চিম মেদিনীপুর থেকে এস এস আইবি

    খান্ডবাহালে উমেশ গণপত: জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার

    মহম্মদ সানা আখতার: রায়গঞ্জ পুলিশ জেলা থেকে আসানসোল- দুর্গাপুর পিসি

    সোনাওয়ানে কুলদীপ সুরেশ: আসানসোল- দুর্গাপুর পিসি থেকে রায়গঞ্জ পুলিশ জেলা

    সৌম্যদীপ ভট্টাচার্য: পূর্ব মেদিনীপুর থেকে বাঁকুড়া

    মানব সিংলা: নিউটাউন থেকে ঝাড়গ্রাম

    পলাশ চন্দ্র ঢালি: বারুইপুর থেকে পশ্চিম মেদিনীপুর

    শুভেন্দ্র কুমার: পূর্ব মেদিনীপুর থেকে বারুইপুর পুলিশ জেলা

     তবে পূর্ব মেদিনীপুরের এসপি পদে এখনই কাউকে নিয়োগ করা হয়নি। পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার পদেও বিস্তর রদবদল করা হয়েছে। পুলিশের প্রশাসনিক কাঠামোকে আরও গতিশীল ও কার্যকর করতে এই বদলিই করা হয়েছে বলে মনে করছে নবান্ন।
  • Link to this news (আজকাল)