লখনউ: বড়সড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল অমৃতসর-সহরসা গরিব রথ এক্সপ্রেস। বুধবার রাতে উত্তরপ্রদেশের বারাবাঁকির রামনগর-ফতেহপুর ফ্লাইওভার থেকে রেললাইনের উপর পড়ে যায় একটি মালবাহী লরি। সেসময় নীচের ডাউন লাইন দিয়ে যাচ্ছিল ট্রেনটি। দুর্ঘটনার জেরে ফ্লাইওভার থেকে একটি বড় পাথরের টুকরো এসে পড়ে ট্রেনের জি২ কামরার উপর। ট্রেনের অন্যান্য অংশেও দুঘর্টনাগ্রস্ত ফ্লাইওভারের রেলিং ও কংক্রিটের টুকরো পড়ে। তবে বড়সড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি লরির চালক। বারাবাঁকি-গোন্ডা রুটের বুরহাল জংশনের কাছে ঘটনাটি ঘটে। যার জেরে প্রায় ৬ ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। ফলে ২৪টি ট্রেনের পরিষেবায় প্রভাব পড়ে। ক্ষয়ক্ষতি সারিয়ে ভোর সাড়ে তিনটে নাগাদ ফের বিহারের উদ্দেশে রওনা দেয় গরিব রথ ট্রেনটি।
জানা যাচ্ছে, প্লাইউড সহ একাধিক কাঠের সামগ্রী নিয়ে যাচ্ছিল দুর্ঘটনাগ্রস্ত লরিটি। রাত সাড়ে নয়টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিং ভেঙে প্রায় ২৫ ফুট নীচে পড়ে যায় সেটি। তখনই পাশের লাইনে যাচ্ছিল দুরপাল্লার ট্রেনটি। দুর্ঘটনার জেরে ট্রেনটির ছাদ বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। ভেঙে যায় জি২ কামরার কাচও। তবে কোনও যাত্রী আহত হয়নি। দুর্ঘটনাগ্রস্ত লরিটির ভিতরেই আটকে ছিলেন চালক। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় তাঁকে উদ্ধার করা হয়।