নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে দুয়ারে রেশন মামলার শুনানি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে ছিল এই মামলার শুনানি। কিন্তু রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবাল প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) মামলায় সওয়ালে ব্যস্ত। সেই কারণে দুয়ারে রেশন মামলার শুনানি পিছিয়ে দিতে অনুরোধ করা হয়। শীর্ষ আদালত তা অনুমোদন করে। আগামী ১৫ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ২০২১ সাল থেকে চলছে দুয়ারে রেশন প্রকল্প। গ্রাহক চাইলে বাড়িতে বসেই নিতে পারেন খাদ্যশস্য। কিন্তু এই প্রকল্পের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা করে রেশন দোকানদারদের একাংশ। সেই মামলায় রাজ্য সরকার হেরে যায়। হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য।