• ‘কে বানিয়েছে?’ কমিশনের ‘রহস্যজনক’ এআই অ্যাপ নিয়ে প্রশ্ন তৃণমূল সাংসদের
    বর্তমান | ২৮ নভেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে চলতি এসআইআর প্রক্রিয়ায় ভোটার যাচাইয়ের লক্ষ্যে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত অ্যাপ ব্যবহারের উদ্যোগ। নির্বাচন কমিশনের এই ‘রহস্যজনক’ অ্যাপ ব্যবহারের সিদ্ধান্ত ঘিরে বৃহস্পতিবার একঝাঁক প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। দলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেলের অভিযোগ, এই অ্যাপ সম্পর্কে কোনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সেটি কীভাবে কাজ করে তাও অজানা। সাকেতের প্রশ্ন, ‘বর্তমান পিডিএফ সফ্টওয়্যারের মাধ্যমে সহজেই ডুপ্লিকেট ভোটার শনাক্ত করা সম্ভব। তাহলে এআই ব্যবহারের প্রয়োজন পড়ছে কেন?’ নিরপেক্ষতা রক্ষার ইস্যুতে তৃণমূল সাংসদ জানতে চেয়েছেন, অ্যাপের নির্মাতাদের সঙ্গে বিজেপির কোনও যোগ নেই তো?

    এদিন এক্স হ্যান্ডলে সাকেত লিখেছেন, ‘নির্বাচন কমিশনের রহস্যজনক এআই অ্যাপ... এবার কমিশন বলেছে, বাংলায় এসআইআর চলাকালীন তারা এআই অ্যাপ ব্যবহার করবে। এই অ্যাপ কে বানাল, কীভাবে কাজ করে, তা নিয়ে যথারীতি কোনও তথ্য নেই।’

    কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ বিভিন্ন বিরোধী দলের তরফে কমিশনের বিরুদ্ধে ‘ভোট চুরি’র অভিযোগ আনা হয়েছে। রাহুল রীতিমতো সাংবাদিক বৈঠক করে একই ব্যক্তির একাধিক বিধানসভা, এমনকী একই বিধানসভার একাধিক বুথে নাম থাকার অভিযোগ এনেছে। এই অবস্থায় কমিশন সূত্রে দাবি করা হয়েছে, ভুয়ো ও মৃত ভোটারদের নাম তালিকায় ওঠা ঠেকাতে এআই চালিত অ্যাপটি ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। কমিশনের ডেটাবেসে থাকা ছবি বিশ্লেষণ করা হবে এর মাধ্যমে। মুখের মিল থাকা ছবিগুলি নিয়ে সতর্ক করবে এই অ্যাপ। এর ফলে একই ব্যক্তির একাধিক জায়গায় নাম আছে কি না, তা যাচাইয়ের কাজে সুবিধা হবে কমিশনের। যদিও পালটা প্রশ্ন তুলেছেন সাকেত। অ্যাপটি কারা বানাল, কারা সরবরাহ করল, তা নিয়ে কমিশনের কাছে তথ্য জানতে চেয়েছেন তিনি। তৃণমূলের এই সাংসদ লিখেছেন, ‘২০১৯ সালে মহারাষ্ট্রে নির্বাচন কমিশন কীভাবে বিজেপি আইটি সেলের সঙ্গে যোগ থাকা একটি সংস্থাকে ভাড়া করেছিল, আমি তা ফাঁস করে দিয়েছিলাম।’ ঘটনাচক্রে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কমিশনকে চিঠি দিয়ে বাইরে থেকে এক হাজার ডেটা-এন্ট্রি অপারেটর ও ৫০ সফ্টওয়্যার ডেভেলপার নিয়োগের সিদ্ধান্ত ঘিরে প্রতিবাদ জানিয়েছেন। মমতার সেই চিঠির প্রসঙ্গ উল্লেখ করেই সাকেত এদিন লিখেছেন, ‘কমিশন কেন এই এআই অ্যাপের বিস্তারিত তথ্য গোপন করছে? বিজেপির সঙ্গে যোগ থাকা কেউ যে এই অ্যাপ বানায়নি, সেই গ্যারান্টি কোথায়?’ বঙ্গে চলতি এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও এদিন সরব হয়েছেন সাকেত। তাঁর অভিযোগ, ‘সন্দেহজনকভাবে’ এসআইআরের কাজ নিয়ে তাড়াহুড়ো করা হচ্ছে। কমিশন কেন সবটা খোলসা করছে না?
  • Link to this news (বর্তমান)