‘বন্দে মাতরম’ ও ‘জয় হিন্দ’ স্লোগান বন্ধ: তোপ কংগ্রেসের
বর্তমান | ২৮ নভেম্বর ২০২৫
নয়াদিল্লি: সংসদের মধ্যে ‘বন্দে মাতরম’, ‘জয় হিন্দ’ স্লোগান দেওয়া যাবে না। কারণ এটি শালীনতা এবং সংসদীয় কার্যপ্রণালীর মতো গম্ভীর বিষয়ের বিরোধী। রীতিমতো বুলেটিন প্রকাশ করে রাজ্যসভার সচিবালয় একথা জানিয়ে দিয়েছে। সরকারের এই সিদ্ধান্তের সমালোচনায় এবার সরব হল কংগ্রেস। দলের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেত বৃহস্পতিবার বলেন, স্বাধীনতা সংগ্রামের সময় যাঁরা কিছুই করেননি, উলটে ব্রিটিশের পক্ষ নিয়েছিল, তাঁদেরই এই স্লোগান নিয়ে সমস্যা রয়েছে।
রাজনৈতিক প্রচারে নিজেদের জাতীয়তাবাদী হিসেবে তুলে ধরে বিজেপি। এই অবস্থায় গেরুয়া শিবিরের গায়ে কৌশলে ‘দেশবিরোধী’ তকমা সেঁটে দিলেন সুপ্রিয়া। তাঁর সাফ কথা, এই স্লোগানগুলিতে আগে ব্রিটিশের সমস্যা হতো। এখন বিজেপির সমস্যা হচ্ছে। ভিডিও বার্তায় সুপ্রিয়া বলেন, ‘আমি মর্মাহত। এই স্লোগানগুলিতে কার কী সমস্যা হচ্ছে বুঝতে পারছি না। জয় হিন্দ কথার অর্থ হল হিন্দুস্তানের জয় কামনা। স্বাধীনতা সংগ্রামে এটা ছিল সবচেয়ে শক্তিশালী স্লোগান। এই স্লোগানের মাধ্যমে সকলের হৃদয়ের কথা ধ্বনিত হতো।’