• মাটিগাড়া কাণ্ড: ‘মাসি’ ডাক শুনে দাঁড়াতেই গলায় ব্লেড চালায় জামাই
    বর্তমান | ২৮ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, বাগডোগরা:  পিছন থেকে ‘মাসি’ ডাক শুনে থমকে দাঁড়িয়েছিলেন মহিলা। এক লহমার জন্যও বুঝতে পারেননি যমদূতের মতো মুহূর্তে প্রাণ কেড়ে নিতে হাতে ব্লেড নিয়ে দাঁড়িয়ে আছে বোনঝির স্বামী। বোনঝিকে প্রতারক স্বামীর হাত থেকে বাঁচাতে গিয়েই প্রাণঘাতী হামলার শিকার হন মাসি। মাটিগাড়ায় মহিলার ওপর প্রাণঘাতী হামলার ঘটনার তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এল পুলিশের হাতে। 

    বুধবার রাতে মাটিগাড়া থানার অন্তর্গত রামকৃষ্ণপাড়ায় রঞ্জু খাতুন নামের ওই মহিলার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল এক যুবক। হিমাঞ্চল বিহারের একটি আইভিএফ সেন্টারে নাইট ডিউটির কাজ করেন রঞ্জু। রাতে কাজে যোগ দিতে সেখানেই যাচ্ছিলেন। ওই ঘটনার পর কোনওক্রমে নিজের পরনের ওড়না পেঁচিয়ে চিৎকার করে স্থানীয়দের সাহায্য চান। তাঁকে মাটিগাড়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে হিমাঞ্চল বিহারের একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয় তাঁকে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। 

    এদিকে, পুলিশ ও চিকিৎসকদের আহত রঞ্জু খাতুন জানিয়েছেন, নুর আলম নামে এক যুবক হামলা চালিয়েছে। ওর সঙ্গে আরও একজন যুবক ছিল। তবে ওই যুবককে প্রথমবার দেখেছেন তিনি। রাতেই পুলিশ অভিযুক্ত নুরের খোঁজে তল্লাশি শুরু করে, যদিও সে গা ঢাকা দিয়ে আছে। পুলিশ সূত্রেই জানা গিয়েছে, রঞ্জুর দিদির মেয়ের সঙ্গে তিন মাস আগে বিয়ে হয় নুরের। তবে বিয়ের পর ভাগনি জানতে পারে নুর বিবাহিত। এরপর ঝগড়া অশান্তি লেগেই থাকত দু’জনের মধ্যে। শারীরিক ও মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে সেখান থেকে পালিয়ে আসে ভাগনি। পরে সে মাসির বাড়িতে থাকতে শুরু করে। ঘটনার দিন বিকেলে স্ত্রীর খোঁজে রঞ্জুর বাড়িতে যায় নুর। সেখানে তাদের কথাকাটাকাটিও হয়। এরপর সেখান থেকে বেরিয়ে যায় সে। 

    রাত ৮টা নাগাদ রঞ্জু কর্মস্থলের উদ্দেশ্যে বের হন। সেই সময় রাস্তায় একটি দোকানে বসেছিল নুর ও আরএক যুবক। তাঁর পিছু নিয়ে অন্ধকার গলিতে মাসি মাসি করে ডাক দেয় নুর। এরপর তার সঙ্গে স্ত্রীর সম্পর্কে কথা বলতে বলতেই পিছন থেকে গলায় ব্লেড চালিয়ে দেয় অভিযুক্ত। সেই সময় একটি শিশুকে রাস্তায় সাইকেল চালাতে দেখে পালিয়ে যায় নুর। বৃহস্পতিবার মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে আহত রঞ্জুর পরিবার। 

    শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি রাকেশ সিং জানিয়েছেন, পারিবারিক ঝামেলার কারণে এক মহিলার উপর হামলা হয়েছে। অভিযুক্ত যুবক পলাতক, তার খোঁজ চলছে। 

    • হাসপাতালে চিকিৎসাধীন রঞ্জু খাতুন। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)