নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বিধানসভা নির্বাচনের আগেই উত্তরবঙ্গের একাধিক পুলিশ সুপার পদে রদবদল করা হল। বৃহস্পতিবার রাজ্য পুলিশের তরফে একটি নির্দেশিকা জারি করে এই বদলির কথা জানানো হয়েছে। জলপাইগুড়ির পুলিশ সুপার খণ্ডবহালে উমেশ গণপতকে আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার করা হয়েছে। তাঁর পরিবর্তে জলপাইগুড়ি জেলা পুলিশের দায়িত্ব সামলাবেন আলিপুরদুয়ায়ের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী। অন্যদিকে, মালদহ জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁকে উত্তর দিনাজপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। ওয়াকিবহাল মহলের দাবি, এই পদটি নতুনভাবে তৈরি করা হয়েছে। তাঁর জায়গায় পুরুলিয়া জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় দায়িত্ব সামলাবেন। শুধুমাত্র উত্তরবঙ্গের এই জেলা পুলিশের সুপার নয় দক্ষিণবঙ্গের একাধিক জেলা পুলিশ সুপারের বদলের নির্দেশিকা জারি করা হয়েছে। ইতিমধ্যে, বুধবার রাজ্য পুলিশের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল যেখানে রাজ্যের বিভিন্ন জেলার থানার আইসিদের পরিবর্তন করা হয়েছিল। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি ও মেডিকেল ফাঁড়ির আইসি অভিজিৎ দত্ত ও সজল রায়কে বদলি করা হয়েছে। অভিজিৎবাবুকে চাঁচল থানার আইসি এবং সজলবাবুকে গোয়ালপোখর থানার সিআই পদে বদলি করা হয়েছে।
রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সানা আখতারকে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ডিসি (ওয়েস্ট জোন) করা হয়েছে। তার জায়গায় আসানসোল-দুর্গাপুরের ডিসি ওয়েস্ট সোনা ওয়ানে কুলদীপ সুরেশকে রায়গঞ্জে পাঠানো হয়েছে।