দোকানের সামনে কংক্রিটের নির্মাণ ভেঙে নিকাশিনালার স্ল্যাব দখল করে ব্যবসা
বর্তমান | ২৮ নভেম্বর ২০২৫
সংবাদদাতা, রায়গঞ্জ: খবরের জেরে রায়গঞ্জ পুর বাসস্ট্যান্ড ও রায়গঞ্জ স্টেশনের সংযোগকারী অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তার নিকাশিনালা পরিষ্কার এবং রাস্তার জমা জল সরাতে পদক্ষেপ করল পুরসভা। বৃহস্পতিবার সকালে পুরসভার কর্মীরা নিকাশিনালা পরিষ্কার ও রাস্তায় জমা নোংরা জল সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। কিন্তু কিছু ব্যবসায়ী নিকাশিনালার উপর অবৈধভাবে নির্মাণ করায় সাফাইয়ের কাজ থমকে যায়। বাধ্য হয়ে নিকাশিনালার উপর অবৈধ নির্মাণ ভাঙতে হয় পুরসভাকে। নিকাশিনালার স্ল্যাবগুলির উপর ব্যবসায়ীরা নির্মাণকাজ করায় উঠছে প্রশ্ন। শহরবাসীর দাবি, ব্যবসায়ীদের এই অবৈধ কাজের জন্য ব্যাহত হচ্ছে নাগরিক পরিষেবা।
রায়গঞ্জ পুরসভার এক কর্মী জানান, ব্যবসায়ীরা নিকাশিনালার উপর নিজেদের মতো করে ঢালাই করে কিংবা সিঁড়ি বানিয়ে নিয়েছেন। তাতে সাফাইকর্মীরা ঠিকমতো কাজ করতে পারছেন না। নিকাশিনালা পরিষ্কার না হওয়ায় নোংরা জল রাস্তার উপর চলে আসছে। পুরপ্রশাসন জানিয়েছে, নিকাশিনালা সাফাইয়ের জন্য অবৈধ নির্মাণ প্রয়োজনে ভাঙা হচ্ছে। রায়গঞ্জের পুরপ্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, আমরা এবিষয়ে পদক্ষেপ নেব। আপাতত এসআইআর নিয়ে ব্যস্ত রয়েছি। অবৈধ দখলদারির কারণে পুর পরিষেবা ব্যাহত হবে, এটা মেনে নেব না।
শহরবাসীর বক্তব্য, শহরজুড়ে নিকাশিনালার উপরিভাগ নিজেদের স্বার্থে ব্যবহার করে চলেছেন বহু ব্যবসায়ী। পুরসভা কোনও পদক্ষেপ না নেওয়ায় নিকাশিনালার দখল চলছেই। আগে পুরসভা ব্যবসায়ীদের সাবধান করলেও বাস্তবে তার কোনও প্রতিফলন দেখা যায়নি। পুরসভার নজরদারির অভাবে এই সমস্যা হচ্ছে বলে অভিযোগ শহরবাসীর। এবিষয়ে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী জানান, যেসমস্ত দোকানদার নিকাশিনালার স্ল্যাব দখল করে ব্যবসা করছেন, তাঁদের বিরুদ্ধে পুরসভার কড়া পদক্ষেপ নেওয়া উচিৎ। পুরকর্মীদের সাফাইয়ে বাধা সৃষ্টি করা যাবে না। নিজস্ব চিত্র