• সোশ্যাল মিডিয়ায় পরিচয়, বন্ধুর সঙ্গে দেখা করতে প্যারিস থেকে তুফানগঞ্জের গ্রামে
    বর্তমান | ২৮ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, তুফানগঞ্জ: সোশ্যাল মিডিয়ায় পরিচয়। আর সেই বন্ধুর সঙ্গে দেখা করার জন্যই সুদূর প্যারিস থেকে ভারতে এসেছেন এক ব্যক্তি। বন্ধুকে কথা দিয়েছিলেন ২২ নভেম্বর জন্মদিনে তাঁর সঙ্গে দেখা করতে ভারতে আসবেন। যেমন কথা তেমন কাজ। ঠিক এসেও পড়েছিলেন। কিন্ত খুঁজে পাননি বন্ধুকে। তবে তাতে হাল ছাড়েননি। গত কয়েকদিন বন্ধুর জন্য বিভিন্ন জায়গায় হন্যে হয়ে খোঁজাখুঁজি করেছেন। অবশেষে বৃহস্পতিবার সকালে খোঁজ পান তাঁর। মন্টে নামে ওই যুবক তুফানগঞ্জ-১ ব্লকের চিলাখানা ২ গ্রাম পঞ্চায়েতের ঘোগারকুঠি এলাকার বাসিন্দা। গ্রামে প্রথম কোনও বিদেশির আগমনের খবর চাউর হতেই আট থেকে আশি একে একে সকলেই ভিড় জমাতে থাকেন। 

    জানা গিয়েছে, ৪৫ বছর বয়সি ওস্তাভের বাড়ি প্যারিসে। পেশায় তিনি টেনিস প্রশিক্ষক। এই প্রথম তাঁর ভারতে আসা। দেশ থেকে রওনা দিয়ে দিল্লি হয়ে কলকাতা। এরপর কোচবিহার হয়ে সোজা তুফানগঞ্জে এসে পৌঁছন। গত কয়েকদিন তুফানগঞ্জ শহরের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে রাস্তায় যাঁকে পেয়েছেন তাঁকেই জিজ্ঞাসা করেছেন মন্টিকে চেনেন। ভাষাগত কারণে অনেকেই তাঁর কথা বুঝতে পারেননি। তিনি শুধু জানতেন সেই বন্ধু থাকে ভারতের তুফানগঞ্জে। অবশেষে পাঁচ দিন পর বন্ধুর সঙ্গে ফোনে যোগাযোগ হয়। 

    ওস্তাভ বলেন, বন্ধুর খোঁজ পাব একপ্রকার সেই আশা ছেড়ে দিয়েছিলাম। অবশেষে দেখা মেলায় ভালো লাগছে। এটাই আমার প্রথম ভারত ভ্রমণ। এদেশের মানুষ খুবই আন্তরিক। সুযোগ পেলে আবারও ভারত আসবেন বলে জানিয়েছেন তিনি। মন্টে বলেন, এক বছর আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের পরিচয় হয়। এরপর ধীরে ধীরে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। আমার জন্য ভারতে এসেছেন ভাবতেই অবাক লাগছে। ইচ্ছে রয়েছে তিনি যে’কদিন থাকবেন তাঁকে এলাকা ঘুরে দেখাব।  মন্টের সঙ্গে ওস্তাভ। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)