• বিজেপির পঞ্চায়েতে টেন্ডার দুর্নীতির অভিযোগ, বিডিওর দ্বারস্থ তৃণমূল
    বর্তমান | ২৮ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, মানিকচক: ভূতনির হিরানন্দপুরে বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতি সহ একাধিক অভিযোগ তুলে বুধবার বিডিওর দ্বারস্থ তৃণমূল সদস্যরা। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও অনুপ চক্রবর্তী।

    মানিকচক ব্লকের হিরানন্দপুর পঞ্চায়েতের প্রধান বিজেপির অনিমা রানি মণ্ডল। ১৮টি আসনের মধ্যে তৃণমূলের ৬টি, বাম ও নির্দল একটি করে এবং বিজেপির দখলে ১০টি। তৃণমূলের অভিযোগ, প্রধান, তাঁর স্বামী ও গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক কাটমানির বিনিময়ে অবৈধ টেন্ডার করছেন। যে সমস্ত ঠিকাদার মোটা টাকা দেন, তাঁদের টেন্ডার পাইয়ে দিচ্ছেন প্রধান। পঞ্চায়েতের বিরোধী দলনেতা সহ তৃণমূলের অন্য সদস্যদের পরামর্শ ছাড়াই অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান তৈরি করছেন প্রধান। এমনকি বিরোধী দলনেতার সই ছাড়াই বিভিন্ন টেন্ডার প্রক্রিয়া করার অভিযোগ করা হয়েছে প্রধানের বিরুদ্ধে। এই সমস্ত বিষয় নিয়ে বৃহস্পতিবার মানিকচক ব্লক প্রশাসনের দ্বারস্থ হন পঞ্চায়েতের বিরোধী দলনেতা হরিমোহন মণ্ডল সহ তৃণমূলের ছয় এবং বামফ্রন্টের এক সদস্য। প্রধান, তাঁর স্বামী শংকর মণ্ডল এবং নির্মাণ সহায়ক অমিতাভ বিশ্বাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে।

    হরিমোহন ও পঞ্চায়েত সদস্যা প্রমিলা মাহাতো বলেন, গত দুই বছরে প্রায় পাঁচ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। যার বেশিরভাগ কাজ না করে ভুয়ো বিল দিয়ে আত্মসাৎ করেছেন প্রধান। আমরা প্রতিবাদ করায় পঞ্চায়েতের বিভিন্ন কাজ আমাদের অন্ধকারে রেখে করা হচ্ছে। বিষয়টি লিখিতভাবে বিডিওকে জানিয়েছি।

    অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অনিমা। বলেন, এই অভিযোগের বিষয়ে আমার কিছু জানা নেই। তবে টেন্ডার প্রক্রিয়ায় কোনও দুর্নীতি হয়নি। অনলাইনে নিয়ম মেনে সমস্ত টেন্ডার করা হচ্ছে। যাঁরা এই সমস্ত অভিযোগ করছেন, তাঁরা নিয়ম জানেন না।
  • Link to this news (বর্তমান)