বিষ্ণুপুরে দুর্ঘটনায় মৃত তৃণমূল শিক্ষক নেতার শেষকৃত্যে ঢল নামল মানুষের
বর্তমান | ২৮ নভেম্বর ২০২৫
সংবাদদাতা, বিষ্ণুপুর: শিক্ষক নেতা তথা বিষ্ণুপুর কালচারাল আকাদেমির সম্পাদক চিন্ময় কোনারের শেষকৃত্যে বৃহস্পতিবার অগণিত মানুষের ঢল নামল। বিষ্ণুপুরে নিজ বাসভবন থেকে শুরু করে জয়পুরের চ্যাংডোবায় স্কুল প্রাঙ্গণ এবং নিজের গ্রাম পাত্রসায়রের বালসিতে শেষকৃত্যে হাজার হাজার মানুষ শামিল হয়। বুধবার স্কুল থেকে ফেরার সময় বিষ্ণুপুরের এমআইটি মোড় সংলগ্ন এলাকায় লরির ধাক্কায় চিন্ময়বাবুর মৃত্যু হয়। বহুমুখী প্রতিভার অধিকারী চিন্ময়বাবু নিজের স্কুলের পাশাপাশি বিষ্ণুপুর শহরে ভীষণ জনপ্রিয় ছিলেন। তাই তাঁর মৃত্যুর খবর শুনেই বুধবারই হাসপাতালে হাজার হাজার মানুষের ভিড় দেখা গিয়েছিল। প্রশাসনিক আধিকারিক থেকে রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি বহু শিল্পী ও সাহিত্যিক উপস্থিত হয়েছিলেন।
বৃহস্পতিবার বেলার দিকে বিষ্ণুপুর জেলা হাসপাতালে চিন্ময়বাবুর দেহের ময়নাতদন্ত হয়। তারপর তাঁর দেহ শহরের শালবাগানে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কালচারাল আকাদেমি, শহরের কাটানধারে তৃণমূল কংগ্রেসের জেলা পার্টি অফিসে শেষ শ্রদ্ধা জানান দলীয় কর্মী ও সমর্থকরা। তারপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় জয়পুরের চ্যাংডোবা হাইস্কুলে। ওই স্কুলেরই তিনি প্রধান শিক্ষক ছিলেন। স্কুল মাঠে মঞ্চ বেঁধে তাঁকে শেষ শ্রদ্ধা জানায় ছাত্রছাত্রী , শিক্ষিক শিক্ষিকা ও অভিভাবকরা। পরে তাঁর দেহ নিয়ে যাওয়া হয় বালসিতে নিজের গ্রামে। সেখানেই শেষকৃত্য করা হয়। তাঁর শেষ যাত্রায় অসংখ্য মানুষ শামিল হয়।
পুলিশ জানিয়েছে, চিন্ময়বাবুকে ধাক্কা দেওয়া লরির চালক ও খালাসিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম বাসুদেব মণ্ডল ও সুভাষ বাগ। তাদের বাড়ি হুগলির তারকেশ্বরে। বুধবার কাগজ বোঝাই করে বিষ্ণুপুরের দিকে আসার সময় এমআইটি মোড় এলাকায় চিন্ময়বাবুর বাইকে ধাক্কা মারে। ওই সময় চালক মদ্যপ অবস্থায় ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। চিন্ময়বাবু খুব সুন্দর মাউথঅর্গান বাজাতেন। অনেক ছাত্রছাত্রী তাঁর কাছে মাউথ অর্গান শিখতে আসতেন। এদিন সানভি মণ্ডল নামে এক ছাত্রী তার প্রিয় স্যারের মরদেহের সামনে বসে মাউথ অর্গান বাজায়। তার কথায়, আর কোনওদিন স্যারকে মাউথ অর্গান শোনাতে পারব না। তাই এদিন মাউথ অর্গান বাজিয়ে শুনিয়েছি।
চিন্ময়বাবু বিষ্ণুপুর কালচারাল আকাদেমির সম্পাদক ছিলেন। তাই আকাদেমির প্রধান হিসেবে এদিন চিন্ময়বাবুর মরদেহে মাল্যদান করেন বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ। তাছাড়াও চিন্ময়বাবু তৃণমূল কংগ্রেসের শিক্ষক সেলের জয়পুর ব্লক সভাপতি ছিলেন। তাই বিষ্ণুপুর ও কোতুলপুরের বিধায়ক যথাক্রমে তন্ময় ঘোষ ও হরকালী প্রতিহার ছাড়াও দলীয় স্তরে তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত সহ দলের বহু নেতা-নেত্রী চিন্ময়বাবুর শেষকৃত্যে অংশ নেন। -নিজস্ব চিত্র