নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: দিনক্ষণ এখনও স্পষ্ট নয়, তবে বছর গড়ালেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে এসআইআর আবহের মাঝেই নির্বাচন কমিশনের নির্দেশ মতো পুরুলিয়া জেলায় ইভিএম মেশিনের ফাস্ট লেভেল চেকিং প্রক্রিয়া শুরু হল। বৃহস্পতিবার জেলার সদর মহকুমা পুরুলিয়া থেকেই এই কাজের সূচনা হয়। উপস্থিত ছিলেন খোদ জেলাশাসক কোন্থাম সুধীর, অতিরিক্ত জেলাশাসক (নির্বাচন) সহ অন্যান্য আধিকারিকরা। ইভিএম মেশিনের কার্যকারিতা যাচাইয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থার ইঞ্জিনিয়ার সহ জাতীয় নির্বাচন কমিশনের পদস্থ কর্তারাও উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের তরফে জানা গিয়েছে, আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই জেলাজুড়ে ইভিএম মেশিনের ফাস্ট লেভেল চেকিং প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
জেলাশাসক কোন্থাম সুধীর বলেন, এদিন প্রথম ধাপে জেলার সদর মহকুমার দুলমি ওয়ার হাউসে ফাস্ট লেভেল চেকিং প্রক্রিয়া শুরু হয়েছে। ২ ডিসেম্বর পর্যন্ত এই কাজ চলবে। এরপর ধাপে ধাপে জেলার অন্যান্য ওয়ার হাউসগুলিতেও এই কাজ সম্পন্ন করা হবে। ইভিএম মেশিনের কার্যকারিতা যাচাই করতে মক পোল করা হবে।
এদিন ডান-বাম সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে সদর মহকুমার দুলমি ওয়ার হাউসের গেটের তালা খোলা হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে ইভিএম মেশিনের ফাস্ট লেভেল চেকিং প্রক্রিয়া শুরু করা হয়। সম্পূর্ণ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে কমিশনের নির্দেশ মেনে ভিডিওগ্রাফির বন্দোবস্তও করা হয়েছে। জেলা প্রশাসনের তরফে জানা গিয়েছে, দুলমি ওয়ার হাউসে পুরুলিয়া ও বলরামপুর বিধানসভা কেন্দ্রের ইভিএম মেশিন মজুত রয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পরবর্তী সময় থেকেই ওই দু’টি বিধানসভা এলাকার ইভিএম মেশিনগুলি ওয়ার হাউসে কড়া নিরাপত্তা বলয়ে রাখা হয়েছে।
জেলা প্রশাসনের তরফে জানা গিয়েছে, সদর মহকুমা পুরুলিয়ার দুলমি ওয়ার হাউসে ২ ডিসেম্বর পর্যন্ত ফাস্ট লেভেল চেকিংয়ের কাজ চলবে। পরবর্তীতে ৩ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত রঘুনাথপুরের ওয়ার হাউসে এবং মানবাজারে ৮-১০ ডিসেম্বর পর্যন্ত এই কাজ চলবে। সবশেষে ঝালদায় ৯-১৪ ডিসেম্বর পর্যন্ত ফাস্ট লেভেল চেকিংয়ের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। নির্দিষ্ট এই সময়ের মধ্যে প্রতিটি ইভিএম মেশিন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে। এক্ষেত্রে মূলত প্রযুক্তিগত কোনও ত্রুটি রয়েছে কি না, তা গুরুত্ব সহকারে যাচাই করা হচ্ছে। সেই সঙ্গে ইভিএম মেশিনগুলি অক্ষত অবস্থায় রয়েছে কি না, তাও নিশ্চিত করার কাজ চলছে। এছাড়াও সমানতালে সাফ-সাফাইয়ের কাজও চলবে। সবশেষে সচল ইভিএম মেশিনগুলির ৫ শতাংশ বাছাই করে ‘ডামি সিম্বল’-এ মক পোল করা হবে। লক্ষ্য, ভোট গ্রহণ প্রক্রিয়ায় যেন কোনও প্রকার অস্বচ্ছতা না থাকে। -নিজস্ব চিত্র