• নিয়মকে ‘বুড়ো আঙুল’, সিউড়ি শহরে বেনিয়মে যাতায়াত টোটোর
    বর্তমান | ২৮ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, সিউড়ি : শহরের টোটো সেই তিমিরেই। শহরকে যানজট মুক্ত করতে চালু করা জোড়, বিজোড় ক্রমিক সংখ্যা অনুসারে টোটোর যাতায়াত। এমনকি, টোটোর উপর কিউআর কোডও লাগানো হয়েছিল পুরসভার পক্ষ থেকে। কিন্তু মাস খানেক যেতে না যেতেই সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে টোটো। অথচ নীরব পুরসভা। তাতেই ফের যানজট বাড়ছে সিউড়ি শহরে। ফলে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। শহরকে যানজট মুক্ত করতে ইতিমধ্যে ব্যবস্থা নিক পুরসভা। এমনই দাবি সিউড়িবাসীর। সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, পরিবহণ দপ্তর শহরের টোটোগুলির রেজিস্ট্রেশন করাচ্ছে। তাই সাময়িকভাবে টোটো চলাচলের নিয়মগুলি শিথিল রয়েছে। তবে যানজট নিয়ন্ত্রণে যা, যা পদক্ষেপ করা হয়েছিল সেই নিয়মই বহাল থাকবে।

    বীরভূমে জেলা সদরের একাধিক সমস্যা রয়েছে। এর মধ্যে অন্যতম হল যানজট। সংকীর্ণ রাস্তা ও ফুটপাত দখল করে দোকানপাট তো রয়েছেই, সঙ্গে অত্যাধিক সংখ্যায় টোটোর এলোমেলো যাতায়াত ব্যাপক যানজটের সৃষ্টি করছে। সমস্যা দূর করতে পুরসভা একাধিক উদ্যোগ নিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের, সেই উদ্যোগ বেশিদিন টেকেনি। শহরবাসীর অভিযোগ, সিউড়ি শহরে প্রশাসন ভবন মোড় থেকে শুরু করে চন্দ্রগতি স্কুল মোড়, বাস স্ট্যাণ্ড, মসজিদ মোড় সহ একাধিক এলাকায় নিত্যদিনের যানজট লেগেই রয়েছে। 

    শহরবাসীর অভিযোগ, টোটোগুলি যাত্রী তুলতে যেখানে, সেখানে দাঁড়িয়ে পড়ে। তাই শহরের যানজট নিয়ন্ত্রণের জন্য বারবার দাবি উঠেছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, সিউড়ি শহরে প্রায় তিন হাজারের বেশি টোটো যাতায়াত করে। তাই পুরসভার তরফে টোটো রেজিস্ট্রেশন করিয়ে তাতে কিউআর কোড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এরপর জোড়-বিজোড় ক্রমিক নম্বর অনুসারে টোটো চালানোর নিয়ম জারি হয়। শহরের বাসিন্দা দেবজ্যোতি দাস, অরিত্র সরকাররা বলেন, সিউড়ি শহরে যানজটের অন্যতম কারণ টোটো। কিন্তু এর কোনও স্থায়ী সমাধান আজ পর্যন্ত হল না। পুর কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, দু’রকম কিউআর কোড লাগানো হয়েছে। একটি নীল ও একটি গোলাপি। যাঁদের নীল কিউআর কোড তাঁদের গাড়ির নম্বর জোড় ও যাঁদের বিজোড় তাঁদের গোলাপি কিউআর কোড। মূলত যানজট এড়াতেই দু’টি পৃথক সময়ে টোটো চালানোর নির্দেশ দেওয়া হয়। কিন্তু মাসখানেক দুই পৃথক সময়ে চলাচলের পরেই যাবতীয় নিয়মকে তোয়াক্কা না করে ফের আগের মতো টোটোগুলি যাতায়াত শুরু করেছে। 

    শাসকদলের সিউড়ি টোটো ইউনিয়নের সভাপতি রাজিবুল ইসলাম বলেন, আসলে পরিবহণ দপ্তরের তরফে টোটোর রেজিস্ট্রেশন করানো হচ্ছে। তাই সাময়িকভাবে ওই নিয়ম বন্ধ। তবে ওই নিয়মে টোটো চালানো হবে।
  • Link to this news (বর্তমান)