নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার রাজ্য পুলিশে বড়সড় রদবদল করল নবান্ন। ১০ পুলিশ সুপার সহ ২১ জন আইপিএস অফিসারের রদবদল হল এদিন। স্বরাষ্ট্র দপ্তরে বদলের তালিকায় রয়েছেন ১৯ জন ডব্লুবিসিএস অফিসারও। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে মালদহ জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে। সরিয়ে দেওয়া হয়েছে প্রদীপকুমার যাদবকে। তাঁকে উত্তর দিনাজপুরের এসপি ট্রাফিক করেছে নবান্ন। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় পুরুলিয়ার নতুন পুলিশ সুপার করা হল বৈভব তিওয়ারিকে। বাঁকুড়ার পুলিশ সুপার করা হয়েছে সৌম্যদীপ ভট্টাচার্যকে। তিনি পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ছিলেন। তবে পূর্ব মেদিনীপুরের নতুন পুলিশ সুপার কে হবেন তা এখনও জানায়নি নবান্ন। ঝাড়গ্রামে নতুন পুলিশ সুপার হলেন মানব সিংলা। তিনি বিধাননগর পুলিশ কমিশনারেটের নিউটাউনের ডিসি ছিলেন। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পদে এলেন পলাশচন্দ্র ঢালী। তিনি বারুইপুর পুলিশ জেলার এসপি ছিলেন। তাঁর জায়গায় এলেন শুভেন্দ্র কুমার। তিনি পূর্ব মেদিনীপুরের অ্যাডিশনাল পুলিশ সুপার গ্রামীণ ছিলেন। জলপাইগুড়ির নতুন পুলিশ সুপার হলেন ওয়াই রঘুবংশী। তার জায়গায় আলিপুরদুয়ারে এলেন খান্দাহলে উমেস গানপত। রায়গঞ্জ পুলিশ জেলার নতুন পুলিশ সুপার হলেন সোনাওয়ানে কুলদীপ সুরেশ। ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহাকে ডিআইজি মেদিনীপুর রেঞ্জ এবং পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকারকে এসএসআইবি করল নবান্ন।