নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টানা ১৬ থেকে ১৮ ঘণ্টা বন্ধ বিএলও অ্যাপ! বহু চেষ্টা করেও লগ-ইন করা যাচ্ছে না। এদিকে, ইনিউমারেশন ফর্মের ডিজিটাইজেশনের কাজ শেষের নির্ধারিত সময়ও দ্রুত এগোচ্ছে। ফলে রীতিমতো ভোগান্তির শিকার হতে হচ্ছে বিএলওদের। আর তাতেই অনিশ্চয়তার মুখে চলে যাচ্ছে সাধারণ মানুষের ভাগ্য।
বুধবার পর্যন্ত রাজ্যে ৭৮.৪২ শতাংশ ইনিউমারেশন ফর্ম ডিজিটাইজেশনের কাজ শেষ হয়েছিল। আর কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত সেই কাজ এগিয়েছে মাত্র ৪ শতাংশের কিছু বেশি। এদিন পর্যন্ত রাজ্যে মোট ৮২.৯১ শতাংশ ফর্ম ডিজিটাইজেশনের কাজ শেষের কথা জানিয়েছে কমিশন। বিএলও অ্যাপে চরম বিভ্রাটের কারণেই এই পরিস্থিতি বলে মনে করা হচ্ছে। বুধবারই বিএলও অ্যাপে ফেরানো হয়েছিল বিশেষ কিছু ট্যাব। তারপর থেকেই বিপত্তির শুরু। যে অ্যাপের মাধ্যমে এসআইআরের এই বিশাল কর্মকাণ্ড নির্ভরশীল, সেই অ্যাপই যদি ত্রুটিপূর্ণ হয়, তাহলে কীভাবে নির্ধারিত সময়সীমা অর্থাৎ ৪ ডিসেম্বরের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করা সম্ভব? এমন প্রশ্ন তুলছেন বিএলওরাই।