ব্যাংকের এজেন্টদের আটকে রেখে লুট করার চেষ্টা, গ্রেফতার ৩ যুবক
বর্তমান | ২৮ নভেম্বর ২০২৫
সংবাদদাতা, কাকদ্বীপ : বেসরকারি ব্যাংকের এজেন্টদের ডেকে এনে ঘরে আটকে রেখে লুটের ফন্দি করা হয়। কিন্তু তেমন কিছু না পেয়ে তাঁদের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে ঢোলাহাট থানা এলাকায়। ধৃতরা হল বাকিবিল্লা হালদার ওরফে মন্টু (৩০), মাতিন কয়াল (২৪) ও মানোয়ার হোসেন মোল্লা (১৯)।
জানা গিয়েছে, ঢোলাহাট থানা এলাকার এই তিন যুবক লোন নেওয়ার জন্য বেসরকারি ব্যাংকের এজেন্টদের সঙ্গে যোগাযোগ করেছিল। এরপরই তাদের কাগজপত্র খতিয়ে দেখে নেওয়ার জন্য এজেন্টদের এলাকায় ডেকে পাঠানো হয়। সেই মতো মঙ্গলবার সন্ধ্যা নাগাদ তিনজন এজেন্ট ঢোলাহাট এলাকায় আসেন। তখনই ওই তিন যুবক তাঁদের চণ্ডীপুর এলাকায় নিয়ে যায়। সেখানে একটি ফাঁকা ঘরে এজেন্টদের আটকে রাখা হয়। এরপরই তাঁদের কাছ থেকে বড়ো অঙ্কের টাকা চাওয়া হয়। টাকা না পাওয়ায় তিনজন এজেন্টের কাছ থেকে মোবইল কেড়ে করে নেওয়া হয়।
গোপন সূত্রে এই খবর জানতে পারে ঢোলাহাট থানার পুলিশ। তৎক্ষণাৎ একটি টিম ঘটনাস্থলে যায়। প্রথমে আটক হওয়া তিনজন এজেন্টকে পুলিশ উদ্ধার করে। খবর জানাজানি হতেই দুষ্কৃতীরা গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশও তাদের পিছনে ধাওয়া করে।শেষ পর্যন্ত ঢোলাহাট থানার মতিলাল মুখার্জির চক ও রায়দিঘি থানার কোম্পানির ঠেক এলাকা থেকে পুলিশ বাকিবিল্লা, মাতিন ও মানোয়ারকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে পুলিশ একটি দেশি বন্দুক উদ্ধার করেছে। বৃহস্পতিবার ধৃতদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়। বিচারক ধৃতদের পাঁচদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন।