কোল্ড ড্রিংকস ভেবে কার্বলিক অ্যাসিড পান, মৃত্যু শিশুর
বর্তমান | ২৮ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বাড়ির পাশে একটি বোতলে কার্বলিক অ্যাসিড ভরে রেখেছিলেন প্রতিবেশী। খেলতে খেলতে এক পাঁচ বছরের শিশু সেটাকে কোল্ড ড্রিংকস ভেবে খেয়ে নেয়। এরপরেই গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় শামিম আলি মোল্লা (৫) নামে ওই শিশুর। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার এলাকায়।জানা গিয়েছে, বিজয়গঞ্জ বাজার এলাকার বাসিন্দা মোজাম আলির তিন সন্তানের মধ্যে কনিষ্ঠ শামিম। মোজামের বাড়ির পাশেই এক প্রতিবেশীর বাড়ি ও দোকান আছে। গত কয়েকদিন ধরেই সেখানে সাপের উপদ্রব বেড়ে গিয়েছিল। তাই নিজের বাড়ি ও দোকানের চারপাশে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে একটি অ্যাসিড ভর্তি বোতল সেখানেই রেখে দিয়েছিলেন। মঙ্গলবার দুপুরে শামিম বাড়ির বাইরে খেলার সময় ওই বোতল হাতে পেয়ে কোল্ড ড্রিংকস ভেবে সেটা খেয়ে নেয়। গুরুতর অসুস্থ বোধ করলে বাড়ির লোকজন প্রথমে তাকে জিরানগাছা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু শিশুটির অবস্থার অবনতি হলে চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে মৃত্যু হয়।