• তৃণমূল পঞ্চায়েত প্রধানকে গুলি, চাঞ্চল্য ডোমজুড়ে
    বর্তমান | ২৮ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বিয়ে বাড়ির নিমন্ত্রণ সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতী হামলায় গুলিবিদ্ধ হলেন সাঁপুইপাড়া বসুকাঠি পঞ্চায়েতের তৃণমূল প্রধান দেবব্রত মণ্ডল। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে।  বৃহস্পতিবার রাত পৌনে ১১টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে ডোমজুড় থানার ষষ্ঠীতলা মালিবাগান এলাকায়। 

    প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, একটি বিয়ে বাড়ি থেকে দলীয় কর্মীর বাইকে চেপে বাড়ি ফিরছিলেন দেবব্রত। সম্ভবত, আলো আঁধারি রাস্তায় আগে থেকেই অপেক্ষা করছিল দুষ্কৃতীরা। আচমকাই তারা দেবব্রতের উপর নাইন এমএম পিস্তল নিয়ে হামলা চালায়। প্রথমে গুলিবিদ্ধ হন বাইকচালক তথা অনুপম রানা ওরফে অসিত। তিনি লুটিয়ে পড়তেই পরপর দু’টি গুলি লাগে দেবব্রতবাবুর  বুকে এবং কাঁধে। রক্তাক্ত অবস্থায় দু’জনেই মাটিতে লুটিয়ে পড়েন। শাসক দলের নেতার উপর এই হামলার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠি।  তিনি বলেন, ‘তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীর খোঁজে জেলাজুড়ে তল্লাশি চলছে।’ রাতেই পৌঁছন তৃণমূলের জেলা সভাপতি গৌতম চৌধুরী এবং যুব সভাপতি কৈলাশ মিশ্র। দুষ্কৃতীকে গ্রেফতারের পাশাপাশি গৌতমবাবু এই হামলার উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেন। অন্যদিকে, কৈলাশ মিশ্র এই হামলার নেপথ্যে বিরোধী দলের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  ২০২১ সালে জিতে পঞ্চায়েত প্রধান নির্বাচিত হন দেবব্রত। রাজনীতির পাশাপাশি তিনি প্রোমোটারিও করতেন। ফলে প্রোমোটারি সূত্রে দেবব্রতবাবুর সঙ্গে কারও কোনও বিবাদ ছিল কি না, পুলিশ খতিয়ে দেখছে। তবে গভীর রাত পর্যন্ত এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

     দেবব্রত মণ্ডল। -ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)