• ১০০ শতাংশ ভোটার ফর্ম জমা দিতে দলকে নির্দেশ অভিষেকের
    দৈনিক স্টেটসম্যান | ২৮ নভেম্বর ২০২৫
  • অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ২৫ হাজার নেতার সঙ্গে সোমবার ভার্চুয়াল বৈঠক করেন। সেই বৈঠকে তিনি ২ ঘণ্টার উপর সময় ধরে বক্তব্য রাখেন। তিনি নিজের বক্তব্যে যে বিষয়টির উপর বিশেষভাবে জোর দেন সেটি হল ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় (এসআইআর) ১০০ শতাংশ এনুমারেশন ফর্ম যাতে নিশ্চিতভাবে জমা করা হয়। তৃণমূল সূত্রের খবর, অভিষেক বলেছেন, ৯৮ বা ৯৯ শতাংশ নয়, ১০০ শতাংশ ফর্মই যাতে জমা পড়ে সেই ব্যাপারটি নিশ্চিত করার দায়িত্ব তৃণমূল নেতাদের। এমনকী আগামী দিনে নেতা পদে থাকার সূচকও হয়ে উঠেছে সমস্ত এনুমারেশন ফর্ম জমা করতে পারা বা না-পারা।

    ২০২৫ সালের জানুয়ারিতে প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী কমিশন-নিযুক্ত বুথ লেভেল এজেন্টরা (বিএলও)এসআইআরের ফর্ম বিলি এবং সংগ্রহ করছেন। তাঁরাই আবার সেই ফর্ম জমা দিচ্ছেন ব্লক স্তরে। এই বিএলওদের সঙ্গে থাকছেন রাজনৈতিক দলগুলি দ্বারা নিযুক্ত বুথ লেভেল এজেন্টরা (বিএলএ)। পশ্চিমবঙ্গে এই কাজে অন্য রাজনৈতিক দলগুলির তুলনায় তৃণমূলকেই এখনও পর্যন্ত সবথেকে বেশি মাত্রায় সক্রিয় ভূমিকা নিতে দেখা গিয়েছে। ১০০ শতাংশ ফর্ম জমা করা বিষয়ে অভিষেকের ওই নির্দেশিকা নিয়ে দলের অনেকের মধ্যেই ধোঁয়াশা রয়েছে। তবে প্রায় সকলেই একটি বিষয়ে একমত যে, এসআইআরের মত একটি ‘স্পর্শকাতর’ বিষয়ে নিজের দলকে মাঠে নামিয়ে অভিষেক প্রমাণ করতে চাইছেন যে এইরকম উদ্বেগপূর্ণ সময়ে তৃণমূল ছাড়া কাজ করার মত আর কেউ নেই।

    তৃণমূলের প্রথম সারির একাধিক নেতারা মনে করছেন, অভিষেক ‘কর্পোরেট’ ধাঁচের রাজনীতি করেন। কর্পোরেট সংস্থাগুলি যেমন লক্ষ্যমাত্রা বাড়িয়ে রাখে, তিনিও সেই পথেই হেঁটেছেন। তাঁরা মনে করছেন যে, অভিষেক নিজেও জানেন, সব জায়গায় ১০০ শতাংশ ফর্ম জমা করা অসম্ভব। তাঁর কারণ মৃত, স্থানান্তরিত, দু’জায়গায় নাম রয়েছে এমন ভোটাররা আছেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)