• গুলিবিদ্ধ গ্রাম পঞ্চায়েতের প্রধান, দুষ্কৃতীদের ধরতে অভিযান পুলিশের
    এই সময় | ২৮ নভেম্বর ২০২৫
  • হাওড়ার বালিতে এক পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হয়েছেন বালি জগাছা ব্লকের নিশ্চিন্দার সাপুইপাড়া বসুকাঠি গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডল ওরফ বাবু। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। ওই প্রধানের সঙ্গেই আহত হয়েছেন তাঁর মোটরসাইকেলের চালক অসিত রানা-ও। বৃহস্পতিবার রাতে এই গুলি চালানোর ঘটনা ঘটে। কারা এই গুলি চালিয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ। সেই সঙ্গে দুষ্কৃতীদের ধরতে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

    জানা গিয়েছে, একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে রাত ১০টা নাগাদ বাইকে করে বাড়ি ফিরছিলেন তৃণমূলের ওই পঞ্চায়েত প্রধান। নিশ্চিন্দা এলাকার বুড়ো শিবতলার কাছে একটি জায়গায় বাইকে করে দু’জন দুষ্কৃতী এসে ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়ে অন্ধকারে গা-ঢাকা দেয়। গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় দু’জনে সেখানেই লুটিয়ে পড়েন।

    দেবব্রত মণ্ডলের কাঁধে এবং পেটে গুলি লেগেছে। তাঁর বাইকের চালকের বাম হাতেও গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁদের নিয়ে যাওয়া হয় ওই এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে। প্রধানের অবস্থার অবনতি হলে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, দু’জনের অবস্থাই আশঙ্কাজনক।

    ঘটনার তদন্ত শুরু করেছে নিশ্চিন্দা থানার পুলিশ। হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী জানিয়েছেন কারা এই গুলি চালায় তা তদন্ত করে দেখা হচ্ছে।

    আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন ডোমজুড়ের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ এবং উত্তর হাওড়ার বিধায়ক এবং হাওড়া সদরের তৃণমূল সভাপতি গৌতম চৌধুরী। ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ জানিয়েছেন কী কারণে ওই প্রধানকে গুলি করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। যে ভাবেই হোক দুষ্কৃতীদের ধরতে হবে বলে পুলিশকে জানিয়েছেন তিনি।

  • Link to this news (এই সময়)