• হোয়াইট হাউসের কাছে গুলিকাণ্ডে মৃত্যু এক ন্যাশনাল গার্ডের, শোকজ্ঞাপন ট্রাম্পের
    এই সময় | ২৮ নভেম্বর ২০২৫
  • হোয়াইট হাউসের কাছে গুলির লড়াইয়ে গুরুতর জখম হওয়া ন্যাশনাল গার্ডের মৃত্যু হলো। জখম অন্য এক গার্ডের অবস্থা এখনও আশঙ্কাজনক। শুক্রবার এই খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেনন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ দিনও হামলাকারীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

    ট্রাম্প জানিয়েছেন, মৃত ন্যাশনাল গার্ড সদস্যের নাম সারা বেকস্ট্রম (২০)। তিনি ওয়েস্ট ভার্জিনিয়ার বাসিন্দা ছিলেন। আমেরিকার প্রেসিডেন্ট লিখেছেন, ‘সারা দুই গার্ডসম্যানের একজন। অত্যন্ত সম্মানিত এবং মানুষ হিসাবে অসাধারণ। তাঁর মৃত্যু হয়েছে। তিনি আর আমাদের মাঝে নেই।’ জখম আর এক ন্যাশনাল গার্ড সদস্য ২৪ বছরের অ্যান্ড্রু উলফের অবস্থাও আশঙ্কাজনক। ট্রাম্পের কথায়, ‘মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি।’

    সারার বুকে গুলি লেগেছিল বলে জানা গিয়েছে। ঘটনার পরেই নিউ ইয়র্ক টাইমস-কে দেওয়া সাক্ষাৎকারে সারার বাবা গ্যারি বেকস্ট্রম বলেছিলেন, ‘মেয়ের জখম গুরুতর। যে ভাবে গুলি লেগেছে, সুস্থ হওয়ার কোনও আশা নেই। তবু ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। এছাড়া তো আমাদের হাতে আর কিছু নেই।’

    সারার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন ওয়াশিংটনের ফেডারেল প্রসিকিউটর জ্যানিন পিরো। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘সারার পরিবারের প্রতি সমবেদনা। তিনি ন্যাশনাল গার্ডের বীর সদস্য। এমন মানুষদের সেবা করার জন্য তিনি স্বেচ্ছাসেবী হয়েছিলেন, যাঁদের কখনও দেখেননি। শেষ পর্যন্ত তাঁদের জন্যই নিজের জীবন উৎসর্গ করলেন।’

    বুধবার মাঝরাতে হোয়াইট হাউসের কয়েকটি ব্লক দূরে ডাউনটাউনে টহল দিচ্ছিলেন ন্যাশনাল গার্ডের সারা এবং অ্যান্ড্রু। আচমকাই তাঁদের লক্ষ্য করে গুলি চালান রহমানউল্লাহ লাকানওয়ালা নামের এক আফগান যুবক। পাল্টা হামলা করেন ন্যাশনাল গার্ডের সদস্যরাও। রীতিমতো গুলির লড়াই শুরু হয়ে যায়। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, স্মিথ অ্যান্ড ওয়েসন রিভলভার দিয়ে সারা এবং উলফের উপরে হামলা চালিয়েছিলেন রহমানউল্লাহ।

  • Link to this news (এই সময়)