• নভেম্বরেই শীত ‘গুড পারফরমার’, ডিসেম্বরে কি চাগিয়ে খেলতে চলেছে? কী বলছে হাওয়া অফিস...
    এই সময় | ৩০ নভেম্বর ২০২৫
  • নভেম্বরের কলকাতায় ঠান্ডা আর পড়ে কোথায়? এখন তো পুরোদমে শীত পড়তে ডিসেম্বরও পার হয়ে যায়। হপ্তাখানেক শীতের কনকনানি মালুম হলে, তা-ই ঢের মনে হয় শহরবাসীর। পশ্চিমাঞ্চলের জেলাগুলি বাদ দিলে, গোটা দক্ষিণবঙ্গেরই ছবিটা কম-বেশি একই রকম। তবে এ বার নভেম্বরের ছবি বেশ আলাদা। ১০ দিন স্বাভাবিকের থেকে নীচে নেমেছে তাপমাত্রা। ডিসেম্বরের শুরুতেও ভালো ঠান্ডা পড়তে পারে।

    ২০১৭ সাল থেকে ২০২৫-এর হিসেব ধরলে এই নিয়ে তৃতীয় বার শীতলতম নভেম্বর পেল শহর। ২৫ ও ২৭ নভেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির ঘরে নেমেছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে শীতল হাওয়া কাঁপন ধরাতে পারে।

    শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস, দু’টিই স্বাভাবিকের থেকে কম। নভেম্বরের শুরু থেকেই একটা শিরশিরানি অনুভূত হচ্ছিল, তবে নভেম্বরের ৯ তারিখে প্রথম ২০-এর নীচে নামে তাপমাত্রা। এর পরে বেশ কয়েক দিন ১৭ ডিগ্রির নীচেও থেকেছে। গত মঙ্গলবার থেকেই সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৮ ডিগ্রির ঘরে।

    গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে এ মাসের ‘চিল্ডেস্ট স্পেল’ রেকর্ড হয়েছে, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৪ ডিগ্রি সেলসিয়াসে নামে। এখনও অবধি এই মরশুমের সর্বনিম্ন পারাপতন। বুধবার যা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস হয়েছিল, বৃহস্পতিবার যা ফের নেমে আসে ১৬.৪ ডিগ্রিতে।

    এ মাসে উত্তুরে হাওয়া খেলার সুযোগ পেয়েছে। তাতেই ব্যাটে-বলে এসেছে রান। হাওয়া অফিসের পরিসংখ্যান বলছে, ২০১৭ সালের নভেম্বরে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল সর্বনিম্ন তাপমাত্রা। ২০২০ সালে যা নামে ১৫.৪ ডিগ্রি সেলসিয়াসে। ২০২৪ সালের ২৬ নভেম্বর মাসের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াসে। এ বারও তাপমাত্রা নেমেছে অনেকটাই। তবে এ বার হাড় কাঁপানো শীত পড়বে কি না, তা এখনই বলার সময় আসেনি, বলছেন আবহাওয়াবিদরা। তবে কলকাতার এ ভাবে তাপমাত্রা নামা উল্লেখযোগ্য, মানছেন তাঁরা।

    মঙ্গলবার থেকে তাপমাত্রা কমবে কলকাতার। আগামী সপ্তাহে শুক্রবার, শনিবার নাগাদ ১৫ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে কলকাতার পারদ। দক্ষিণবঙ্গে বাড়তে পারে কুয়াশার দাপটও।

  • Link to this news (এই সময়)