• পরনে ধুতি-পাঞ্জাবি, পাতে ইলিশ-চিংড়ি! রইল ‘বাঙালিবাবু’ মেসির কলকাতা সফরনামা
    প্রতিদিন | ৩০ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপরই কলকাতা হয়ে উঠতে চলেছে মেসি-ময়। ইতিমধ্যেই লিওনেল মেসির ভারত আগমন নিয়ে উন্মাদনা তুঙ্গে। কলকাতা ছাড়াও হায়দরাবাদ, মুম্বই ও দিল্লিতে যাবেন ফুটবল কিংবদন্তি। তা নিয়ে একাধিক পরিকল্পনা রয়েছে উদ্যোক্তা শতদ্রু দত্তের। বিশেষ করে ‘গোট ট্যুরে’ কলকাতায় মেসির জন্য থাকছে বাংলার রকমারি খাবার। মেসিকে পরানো হবে ধুতি-পাঞ্জাবিও।

    ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতে থাকবেন মেসি। প্রথমেই তিনি কলকাতায় পা রাখবেন। সূত্রের খবর, ১৩ ডিসেম্বর লিওনেল মেসির সঙ্গে যুবভারতী ক্রীড়াঙ্গনে থাকতে পারেন শাহরুখ খানও। সেই জল্পনার মধ্যেই কলকাতায় মেসিকে নিয়ে যাবতীয় পরিকল্পনার কথা জানালেন শতদ্রু। যেখানে থাকবেন লুইস সুয়ারেজ ও রডরিগো ডে পলও।

    শতদ্রু জানিয়েছেন মেসিকে ধুতি-পাঞ্জাবি পরিয়ে বাঙালি সাজানোর পরিকল্পনা রয়েছে। এছাড়া একগুচ্ছ উপহার থাকছে মেসির জন্য। বাংলার শিল্প-সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হবে মেসির সামনে। স্ত্রী আন্তোনেল্লার জন্য থাকছে শাড়ি। এর বাইরে কৃষ্ণনগরে তৈরি করা মূর্তিতে ফুটিয়ে তোলা হবে মেসির পুরো পরিবাররকে। এছাড়া কী থাকবে মেসির পাতে? শতদ্রু জানিয়েছেন, ইলিশ-চিংড়ি থাকবে মেসির জন্য। আর মিষ্টিমুখ তো অবশ্যই হবে। নলেন গুড়ের রসগোল্লা ও মিষ্টি দই খাওয়ানোর পরিকল্পনা রয়েছে মেসিকে।

    একনজরে দেখে নেওয়া যাক মেসির কলকাতা সূচি-

    ১২ ডিসেম্বর
    রাত ১টা- কলকাতায় পদার্পণ

    ১৩ ডিসেম্বর
    সকাল ৯:৩০ থেকে ১০:৩০
    হায়াত রিজেন্সিতে স্পনসরদের অনুষ্ঠান

    সকাল ১০
    যুবভারতীতে নাচে-গানে মেসিকে শ্রদ্ধা
    মোহনবাগান ‘মেসি’ অল স্টার বনাম ডায়মন্ড হারবার ‘মেসি’ অল স্টার ম্যাচ

    সকাল ১০:৫০
    যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির আগমন
    দুই দলের সঙ্গে সাক্ষাৎ
    বাংলার সন্তোষ ট্রফি জয়ী দলকে সংবর্ধনা
    খুদেদের সঙ্গে ‘মাস্টার ক্লাস উইথ মেসি’
    থাকবেন লুইস সুয়ারেজ ও রডরিগো ডে পল
    মেসিকে রাজকীয় সংবর্ধনা
    থাকতে পারেন শাহরুখ খান
    আমন্ত্রিত- মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, লিয়েন্ডার পেজ
    মেসির স্টেডিয়াম পরিক্রমা

    লেকটাউন
    নিজের ৭০ ফুট মূর্তি উন্মোচন

    দুপুর ২:০৫
    বিমানে হায়দরাবাদের উদ্দেশে রওনা
  • Link to this news (প্রতিদিন)