দক্ষিণ দিল্লিতে গভীর রাতে বেপরোয়া বিলাসবহুল গাড়ির ধাক্কায় মৃত ১, জখম ২
বর্তমান | ৩০ নভেম্বর ২০২৫
নয়াদিল্লি, ৩০ নভেম্বর: ফের রাতের শহরে বিলাসবহুল গাড়ির ধাক্কায় প্রাণহানির ঘটনা ঘটল। গতকাল, শনিবার গভীর রাতে দক্ষিণ দিল্লির জনবহুল এলাকা বসন্ত কুঞ্জে একটি শপিং মলের কাছেই অটোর অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন তিনজন ব্যক্তি। অভিযোগ, তখনই দ্রুত গতিতে একটি বিলাসবহুল গাড়ি এসে প্রথমে পোস্টে ধাক্কা মেরে, পরে অটোর জন্য অপেক্ষারত তিন ব্যক্তিকে পিষে দেয়। সূত্রের খবর, ওই গাড়িটি বেপরোয়া গতিতে আসছিল এলাকাটি দিয়ে। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটায়। খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।জখমদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। যার মধ্যে চিকিৎসক, রোহিত নামের এক জখম যুবককে মৃত বলে ঘোষণা করেন। সে উত্তরাখণ্ডের চামোলির বাসিন্দা। বাকি দুই জখম ব্যক্তির চিকিৎসা চলছে। তাঁরা সকলেই বসন্ত কুঞ্জ এলাকার একটি শপিং মলের রেস্তরাঁতে কর্মরত ছিল। পুলিশ ইতিমধ্যেই ওই বিলাসবহুল গাড়ির চালককে গ্রেফতার করেছে। ধৃতের নাম শিবম, সে দিল্লির কারল বাগের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ধৃত যখন গাড়িটি চালাচ্ছিল তখন তাতে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ও ভাই। তারা বিয়েবাড়ি থেকে ফিরছিল। তদন্ত শুরু হয়েছে।