• বৃদ্ধ দম্পতিকে বাবা-মা সাজিয়ে এনুমারেশন ফর্ম পূরণ তিন ভাইয়ের! কীর্তি ফাঁস হতেই চাঞ্চল্য বাগদায়
    প্রতিদিন | ৩০ নভেম্বর ২০২৫
  • জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: প্রতিবেশী বৃদ্ধ দম্পতিকে বাবা-মা সাজিয়ে এনুমারেশন ফর্ম পূরণ তিন ভাইয়ের। সেই কীর্তি ফাঁস হতেই তীব্র চাঞ্চল্য বাগদার শিঙি গ্রামে। ঘটনায় ইতিমধ্যে বাগদার বিডিওর কাছে তিন ভাই অর্থাৎ হিরণ্ময় বিশ্বাস, রঞ্জন বিশ্বাস এবং প্রশান্ত বিশ্বাসের নামে অভিযোগ জানিয়েছেন ওই বৃদ্ধ। এমনকী স্থানীয় পঞ্চায়েতেও অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

    গ্রামের প্রবীণ মানুষ হর্ষিত বিশ্বাস। তাঁর অভিযোগ, ”আমি এবং আমার স্ত্রী শুভাসিনী বিশ্বাসকে মা সাজিয়ে আমাদের এপিক নম্বর ব্যবহার করে ওই তিন ভাই এসআইআরের এনুমারেশন ফর্ম ফিলাপ করেছে৷” ওই বৃদ্ধের দাবি, ”গত কয়েকদিন আগেই বিষয়টি জানতে পারি। এরপরেই ওই ফর্ম বাতিলের আবেদন জানিয়ে বিডিও অফিসে অভিযোগ জানিয়েছি।” জানা যায়, হিরণ্ময় বিশ্বাস, রঞ্জন বিশ্বাস এবং প্রশান্ত বিশ্বাসের বাড়ি বাগদার শিঙি গ্রামে। ওই বৃদ্ধের বাড়ির একেবারে কাছেই। কিন্তু কেন এমন কাজ তাঁরা করলেন সে বিষয়ে কিছু জানাতে পারেননি হর্ষিতবাবু। তবে ঘটনায় রীতিমতো আতঙ্কিত তিনি। এর থেকে কীভাবে মুক্তি মিলবে তা ভেবেই কার্যত উড়েছে রাতের ঘুম।

    ঘটনায় অবাক হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান স্বপন হাওলাদারও। তিনি জানান, ”তিন ভাইকে ৯০ দশক থেকে চিনি৷ কীভাবে এই ঘটনা তা প্রশাসন তদন্ত করে দেখুক।” স্বপনবাবুর কথায়, ”তবে কেন তাঁরা এই কাজ করলেন তা প্রশাসনই বলতে পারবে।” তবে প্রতিবেশী ওই বৃদ্ধের বক্তব্যকেও খতিয়ে দেখা উচিৎ বলে মন্তব্য স্বপনবাবুর। উল্লেখ্য, এসআইআর আবহে এমন এমন একাধিক ঘটনার কথা সামনে এসেছে। তবে প্রত্যেকক্ষেত্রেই বেআইনিভাবে অনুপ্রবেশকারীদের নাম সামনে এসেছে। এর মধ্যেই এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বাগদায়।
  • Link to this news (প্রতিদিন)