• রক্তদানের বার্তা, দেশের সংবিধান সাক্ষী রেখে বিয়ে ওড়িশার যুগলের
    বর্তমান | ০১ ডিসেম্বর ২০২৫
  • ভুবনেশ্বর: পুরোহিত মন্ত্রোচ্চারণ করছেন। অগ্নিসাক্ষী রেখে একের পর এক নিয়ম মেনে সম্পন্ন হচ্ছে বিয়ে। এটাই চেনা ছবি। তবে একটু অন্যপথে হাঁটলেন ওড়িশার যুগল। মালাবদলের পর দেশের সংবিধানকে সাক্ষী রেখে একসঙ্গে নতুন জীবনে চলার শপথ নিলেন প্রীতিপান্না মিশ্র ও বি ভানু তেজা। এখানেই শেষ নয়। রক্তদান করে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের কাছে বর-কনের আবেদন, ‘উপহার নয়, রক্তদান করুন।’ সেই ডাকে সাড়া দিয়ে বেশ কয়েকজন আমন্ত্রিতও রক্তদান করেন। মোট ১৮ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছে ওই বিয়েবাড়ি থেকে। ঘটনাটি ওড়িশার বেরহামপুরের।

    বেরহামপুরের বাসিন্দা প্রীতিপান্না হায়দরাবাদের এক বেসরকারি ফার্মে সিস্টেম অ্যানালিস্ট হিসেবে কাজ করেন। পাত্র তেজার বাড়ি অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়ায়। বেঙ্গালুরুর এক সংস্থায় গবেষণার কাজে যুক্ত তিনি। পরিবারের তরফে জানা গিয়েছে, বছর কয়েক আগে এক সেমিনারে দু’জনের আলাপ হয়। সেখান থেকেই বন্ধুত্ব ও বিয়ে। কনের মা বিদ্যুৎপ্রভা রথ জানান, ২০১৯ সালে একইভাবে ছেলের বিয়ে দিয়েছিলেন তিনি। এবারও তেজার বাবা-মায়ের সঙ্গে কথা বলে তাঁদের রাজি করান এবং বিয়ের অনুষ্ঠানে রক্তদানের আয়োজন করেন।
  • Link to this news (বর্তমান)