• হৃদরোগে মহিলা বিএলওর মৃত্যু
    বর্তমান | ০১ ডিসেম্বর ২০২৫
  • বিজনোর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু মহিলা বিএলওর। শনিবার রাতের এই ঘটনা উত্তরপ্রদেশের বিজনৌর জেলার। মৃতার নাম শোভা রানি (৫৬)। জানা গিয়েছে, ধামপুর এলাকার মহল্লা বাদোয়ানের বুথ নম্বর ৯৭’র দায়িত্বে ছিলেন তিনি। মহিলার স্বামী কৃপাল সাইনি জানান, বেশ কিছুদিন ধরেই শোভা রানির শরীর ভালো ছিল না। ডায়াবেটিস থাকা সত্ত্বেও শুক্রবার গভীর রাত পর্যন্ত অনলাইনে এসআইআর ফর্ম আপলোডের কাজে ব্যস্ত ছিলেন। পাশাপাশি মানসিক চিন্তা ছিল ছেলের বিয়ের প্রস্তুতি নিয়েও। শুক্রবার রাতেই আচমকা বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। তড়িঘড়ি তাঁকে মোরাদাবাদের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার রাতে সেখানেই মৃত্যু হয় তাঁর। ধামপুরের এসডিএম স্মৃতি মিশ্র বলেন, ‘মোরাদাবাদের হাসপাতালে চিকিৎসা চলাকালীন শোভা রানির মৃত্যু হয়।’
  • Link to this news (বর্তমান)