• গণবিবাহের আসরে ছেলের বিয়ে দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী
    বর্তমান | ০১ ডিসেম্বর ২০২৫
  • ভোপাল: জাঁকজমক নেই। বিলাসবহুল হোটেলে রাজকীয় আয়োজন নয়। আর পাঁচজন সাধারণ মানুষের মতোই রবিবার এক গণবিবাহের আসরে কনিষ্ঠ পুত্র অভিমন্যু যাদবের বিয়ে দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব।উজ্জয়িনীর সাঁওয়ারা খেড়িতে শিপ্রা নদীর তীরে এই গণবিবাহের আয়োজন করা হয়েছিল। সেখানেই ইশিতা প্যাটেলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন অভিমন্যু। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পুত্র ছাড়াও আরও ২১ যুগলের বিয়ে সম্পন্ন হয়েছে। জানা গিয়েছে, এরপর শহরের ‘অথর্ব’ হোটেলে একটি রিসেপশনের আয়োজন করা হয়েছে। সেখানে ১১ রাজ্যের মুখ্যমন্ত্রী, মন্ত্রী, আট জন রাজ্যপাল সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
  • Link to this news (বর্তমান)