সক্রিয় সিম ছাড়া হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চলবে না, নয়া নির্দেশ
বর্তমান | ০১ ডিসেম্বর ২০২৫
নয়াদিল্লি: ডিজিটাল জালিয়াতি এবং সাইবার অপরাধ রুখতে নতুন পদক্ষেপ নিল কেন্দ্র। এবার থেকে ফোনে সক্রিয় সিম কার্ড না থাকলে আর চলবে না হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো কোনও মেসেজিং অ্যাপ। এতদিন একটি ফোনে সিম কার্ড ঢুকিয়ে ওটিপি ভেরিফাই বা যাচাই করার পর সিম কার্ডটি খুলে ফেললেও ওই ফোনে ওয়াই-ফাই বা অন্য ইন্টারনেট সংযোগ দিয়ে দিব্যি মেসেজিং অ্যাপ চালানো যেত। কিন্তু, নতুন ‘সিম বাইন্ডিং’ প্রযুক্তির আওতায় এবার আর এই সুবিধা পাওয়া যাবে না বলেই ২৮ নভেম্বরের জারি করা নির্দেশিকায় জানিয়েছে কেন্দ্র। যাঁরা ল্যাপটপ বা কম্পিউটারে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের ওয়েব ভার্সনের জন্যও বড়সড় পরিবর্তনের কথাও বলা হয়েছে নির্দেশিকায়। এখন ওয়েব ভার্সনে একবার লগ-ইন করলে দিনের পর দিন, তা চালু থাকে। কিন্তু নতুন নিয়মে প্রতি ৬ ঘণ্টা অন্তর ওয়েব ব্রাউজার থেকে ব্যবহারকারীকে অটোমেটিক লগ-আউট করে দেওয়া হবে। পুনরায় ব্যবহারের জন্য ব্যবহারকারীকে তার মূল মোবাইল ফোন থেকে কিউআর কোড স্ক্যান করে আবার লগ-ইন করতে হবে। এর ফলে সাইবার অপরাধীরা বা অন্য কেউ ব্যবহারকারীর অনুপস্থিতিতে তাঁর হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করতে পারবে না।
ব্যবহারকারীর অ্যাকাউন্টের সাথে তাঁর সিম কার্ডের সংযোগ সব সময় সক্রিয় থাকতে হবে। অর্থাৎ, যে নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ খোলা হয়েছে, সেই সিম কার্ডটি যদি ফোন থেকে
বের করে নেওয়া হয় বা সিমটি নিষ্ক্রিয় হয়ে যায়, তবে সঙ্গে সঙ্গে আপনার ফোনে ওই অ্যাপটি কাজ করা বন্ধ করে দেবে। এটাই হল সিম বাইন্ডিং
প্রযুক্তি। কবে থেকে চালু হবে এই নয়া নিয়ম? কেন্দ্র জানিয়েছে, নির্দেশিকা জারির ৯০ দিনের মধ্যে সমস্ত মেসেজিং প্ল্যাটফর্মকে এই ‘সিম বাইন্ডিং’ প্রযুক্তি চালু করতে হবে এবং ১২০ দিনের মধ্যে ‘কমপ্লায়েন্স রিপোর্ট’ জমা দিতে হবে।