নয়াদিল্লি: বন্দে মাতরম-এর ১৫০ বছর থেকে জেন জি। ‘বিকশিত ভারত’ গঠনে তরুণ প্রজন্মের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ছিল প্রধানমন্ত্রীর মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাতের ১২৮তম পর্ব। তাঁর বক্তব্যের অনেকটাই জুড়ে ছিল জেন জি-র কথা। তাঁর কথায়, দেশের তরুণ প্রজন্মই বিকশিত ভারতের মূল চালিকাশক্তি। কৃষিক্ষেত্র থেকে মহাকাশ— তাঁদের সাফল্য নিয়ে উচ্ছ্বসিত তিনি। দৃঢ় সংকল্প, দলগত পরিশ্রমই হল এই সাফল্যের চাবিকাঠি।
এমাসেই বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সংসদের সেন্ট্রাল হলে সংবিধান দিবস পালিত হয়েছে। গত ২৫ নভেম্বর অযোধ্যায় রাম মন্দিরের ‘ধর্মধ্বজ্জা’ উত্তোলন করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি ইসরোর ড্রোন নিয়ে একটি প্রতিযোগিতার ভিডিও দেখছিলাম। দেশের তরুণরা বিশেষ করে জেন জি-রা সেখানে অংশ নিয়েছিলেন। দেখে মনে হচ্ছিল, তাঁরা মঙ্গল গ্রহের মতো পরিবেশে ড্রোন ওড়াচ্ছেন। কেননা লালগ্রহে জিপিএস অচল। জিপিএস সাপোর্ট ছাড়াও শুধুমাত্র সফটওয়্যার ও ক্যামেরা লাগিয়ে ড্রোনগুলি ওড়ানোর চেষ্টা করছিলেন যুবকরা। তিনি চন্দ্রযান-২ এর ব্যর্থতার প্রসঙ্গ তুলে ধরে বলেন, ওই ঘটনার পর শুধু বিজ্ঞানীরা নন, গোটা দেশ মুষড়ে পড়েছিল। কিন্তু আমাদের থামাতে পারেনি।