নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এসআইআর আবহে আগামী বৃহস্পতিবার ৪ ডিসেম্বর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ডেকে পাঠাল ‘এক দেশ এক নির্বাচন’ সংক্রান্ত সংসদীয় কমিটি। এর আগে ১৯৬৫ সালের ২৫ আগস্ট সংসদের কমিটি অন সাবঅর্ডিনেট লেজিসলেশন দেশের তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনারকে ডেকেছিল। তারপর এই প্রথম কোনও মুখ্য নির্বাচন কমিশনকে ডেকেছে সংসদীয় কমিটি। সেই সঙ্গে কমিশনের অন্যান্য পদস্থ আধিকারিকরাও ওইদিন তাঁদের বক্তব্য পেশ করবেন। ওই দিন ২৩তম ল কমিশনের সদস্যদেরও ডেকে পাঠানো হয়েছে।
যদিও ‘এক দেশ এক নির্বাচন’ পরিকল্পনার প্রকৃত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এই প্রস্তাব ঘিরে উঠে এসেছে আইনি, সাংবিধানিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ও। সংসদীয় কমিটি এবিষয়ে সম্প্রতি সংশ্লিষ্ট মহলের বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করেছে। এই সূত্রেই উঠে এসেছে বিভিন্ন জটিল দিক। এক্ষেত্রে নির্বাচন কমিশনকে কতটা ক্ষমতা দেওয়া উচিত, তা বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবারের বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।