• প্রতারণা! পুলিশের ভয় দেখাতেই অপহরণ ও শ্লীলতাহানি
    বর্তমান | ০১ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর্থিক প্রতারণার শিকার হয়ে পুলিশের দ্বারস্থ হওয়ার কথা বলেছিলেন তিলজলার তরুণী। তাই তাঁকে সবক শেখাতেই আম্বেদকর ব্রিজ থেকে অপহরণ ও শ্লীলতাহানি করা হয়। শুক্রবার রাতের এই ঘটনার তদন্তে নেমে পুলিশ রবিবার আলতাফ আলম নামে অভিযুক্তকে গার্ডেনরিচ থেকে গ্রেফতার করে। ধৃতকে জেরা করতেই সামনে আসে আসল ঘটনা! তদন্তকারীদের সূত্রে খবর, ঋণের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে অভিযুক্ত এক লক্ষ টাকা হাতিয়েছিল তরুণীর থেকে। তারপরেও ঋণ না মেলায় তিনি পুলিশে যাওয়ার কথা বলেছিলেন। তাই তাঁকে ‘শিক্ষা’ দিতে আলতাফ অপহরণ ও শ্লীলতাহানি করে বলে অভিযোগ। আরও কতজনের সঙ্গে সে এভাবে প্রতারণা  করেছে, জানার চেষ্টা চালাচ্ছে প্রগতি ময়দান থানার পুলিশ। 

    শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ প্রগতি ময়দান থানা এলাকায় আম্বেদকর ব্রিজের কাছ থেকে অপহৃত হন ওই তরুণী। তাঁকে জোর করে গাড়িতে তোলার পর ঘুমের ওষুধ মেশানো কোল্ড ড্রিঙ্কস খাইয়ে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। যৌন নির্যাতনের পর তাঁকে রাস্তায় নামিয়ে দিয়ে পালায় অভিযুক্তরা। তরুণী প্রগতি ময়দান থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ শ্লীলতহানি, অপহরণ, মারধর সহ একাধিক ধারায় মামলা রুজু করে। তরুণী পুলিশকে জানান, তিনি ও তাঁর এক বন্ধু একসঙ্গে প্রাইভেট টিউশন পড়তেন। তাঁর কিছু টাকা ঋণ নেওয়ার দরকার ছিল। ওই বন্ধু তাঁকে জানায়, তিনি একজনকে চেনেন, যে ঋণের ব্যবস্থা করে দেয়। বন্ধুর মাধ্যমেই পরিচয় হয় আলতাফের। ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে মাস তিনেক আগে সে তরুণীর থেকে সমস্ত নথি নেয়। এরপর ‘প্রসেসিং ফি’র নাম করে দফায় দফায় এক লক্ষ টাকা নেয় বলে অভিযোগ। তারপরেও ঋণ না মেলায় পুলিশে অভিযোগ করবেন বলে জানান তরুণী। শুক্রবার আলতাফ ফোন করে তাঁকে বলে, ঋণের বিষয়টি নিয়ে কথা বলতে চায় সে। তাঁকে ডেকে পাঠায় আম্বেদকর ব্রিজের কাছে। এরপরই সে জোর করে তাঁকে গাড়িতে তুলে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। তদন্তে নেমে পুলিশ দেখে, অভিযুক্তের মোবাইল বন্ধ। টাওয়ার লোকেশন পাওয়া যাচ্ছিল না। গার্ডেনরিচ এলাকায় ঋণের টোপ দিয়ে প্রতারণা করে, এমন ব্যক্তিদের খোঁজ শুরু হয়। কারা আগে ধরা পড়লেও বর্তমানে জামিনে আছে, তথ্য জোগাড় করেন তদন্তকারীরা। সেই সূত্রেই আলতাফের নাম পাওয়া যায়। সন্দেহের বশে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। তরুণী পুলিশকে জানান, এই যুবকই তাঁকে অপহরণ করে শ্লীলতহানি করেছে। তখন তাকে গ্রেফতার করা হয়। 
  • Link to this news (বর্তমান)