বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা টোটোচালকের, তুঙ্গে বিতর্ক
বর্তমান | ০১ ডিসেম্বর ২০২৫
সংবাদদাতা, বারুইপুর: মন্দিরবাজারে এক টোটোচালক বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করছেন। এমন একটি ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ওই টোটোচালক ভিডিওতে দাবি করেছেন, তৃণমূলের সভায় টোটো নিয়ে যেতে অনীহা প্রকাশ করায় তাঁকে চরম হেনস্তা করা হয়েছে। তাঁকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। ভিডিওতে টোটোচালক সাবির আলি মীর জানান, তিনি অপমান সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করছেন।
বুধবারের এই ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে রবিবার বিজেপির কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এরপরেই বিতর্ক তৈরি হয়েছে। মন্দিরবাজারের তৃণমূল নেতা দিলীপ জাটুয়া বলেন, ঘটনাটি পুরোপুরি নাটক। কোনোও সত্যতা নেই। মানুষকে বিভ্রান্ত করছে বিজেপি। তবে বিজেপির মিথ্যাচার মানুষ জেনে গিয়েছে।
এদিকে, ঘটনার পরে পরিবারের লোকজন সাবিরকে নাইয়ারাট গ্রামীণ হাসপাতালে ভর্তি করেছিলেন। পরে তাঁকে ছেড়েও দেওয়া হয়। জানা গিয়েছে, মঙ্গলবার জগদীশপুর গোষ্ঠ মেলার মাঠে তৃণমূলের সভা হয়। সেই সভায় যাত্রী নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছিল টোটোচালক সাবিরকে। তিনি ঘাটেশ্বর পঞ্চায়েতের কয়ালপাড়া এলাকার বাসিন্দা। অসুস্থতার জন্য সাবির টোটো নিয়ে যেতে রাজি হননি। পরে অবশ্য যাত্রীদের অনুরোধে টোটো নিয়ে যান। কিন্তু অভিযোগ, প্রথমে টোটো নিয়ে যেতে অনীহা প্রকাশ করায় তাঁকে লাগাতার হুমকি দেয় ও হেনস্তা করে তৃণমূলের পঞ্চায়েত সদস্য প্রদ্যুৎ সর্দার ও টোটো ইউনিয়নের নেতা সাইফুল লস্কর।
সাবির বলেন, আমাকে টোটো চালাতে নিষেধ করা হয়। ভয়ে ও অপমানে বাড়ির বাইরে বের হতে পারছিলাম না। সংসার কীভাবে চালাবো ভেবে পাচ্ছিলাম না। আমি নিজে তৃণমূল সমর্থক। অথচ পঞ্চায়েত সদস্য, ইউনিয়নের লোকজন আমাকেই হেনস্তা করছেন। এর জেরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করি। আমি আতঙ্কে আছি। এদিকে তৃণমূলের পঞ্চায়েত সদস্য প্রদ্যুৎ সর্দার বলেন, সাবির এলাকারই ছোট ভাই। কেন উল্টোপাল্টা বলছে, জানি না। টোটো চালানো কেউ বন্ধ করতে বলেনি। সভার দিনে দেড়শো টাকা নিয়েই ভাড়াতে গিয়েছিল। কাদের প্ররোচনায় মিথ্যা নাটক করছে, বলতে পারছি না।