• এসআইআর: মানুষকে ‘অভয়’ দিতে জনসভার ডাক তৃণমূলের
    বর্তমান | ০১ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: এসআইআর নিয়ে মানুষের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। এই আবহে মানুষকে সাহস জোগাতে বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সাংগঠনিক জেলায় এসআইআরের কোঅর্ডিনেটর ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক’দিন আগে ভার্চুয়াল বৈঠকে বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূলের কো অর্ডিনেটর হয়েছেন মন্ত্রী সুজিত বসু। দায়িত্ব পাওয়ার পর এলাকায় ঘুরে ঘুরে দলীয় বিএলএ-২ দের সঙ্গে বৈঠকও করেছেন সুজিতবাবু।

    এবার মানুষের মধ্যে ভয় কাটাতে নয়া উদ্যোগ নিল বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল। ঠিক হয়েছে, হাড়োয়া বিধানসভার শাসনের কৃষ্ণমাটিতে প্রতিবাদ সভা করবে তৃণমূল। সেখানে ১০ হাজার মানুষের জমায়েত করার লক্ষ্য নিয়েছে নেতৃত্ব। দলের বসিরহাট সাংগঠনিক জেলা নেতৃত্বের দাবি, মানুষের কাছে বিজেপির আসল রূপ সামনে আনতে সভা হচ্ছে। ৩ ডিসেম্বর জেলার দায়িত্বপ্রাপ্ত কো-অর্ডিনেটর সুজিত বসুর নির্দেশে শাসনে জনসভা হবে। সেই জন্য রবিবার বারাসত ২ ব্লক তৃণমূলের কার্যালয়ে একটি প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বুরহানুল মোক্কাদ্দিম ওরফে লিটন, হাড়োয়ার বিধায়ক বিধায়ক রবিউল ইসলাম প্রমুখ। জনসভায় উপস্থিত থাকার কথা মন্ত্রী সুজিত বসু, মন্ত্রী রথীন ঘোষ সহ অন্যান্য নেতৃত্বের।

    এনিয়ে বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বুরহানুল মোকাদ্দিম বলেন, এসআইআর নিয়ে মানুষের মধ্যে যাতে ভয় না কাজ করে, সেইজন্যই মেগা জনসভা। আর হাড়োয়ার বিধায়ক রবিউল ইসলাম বললেন, জনসভা সফল করতে সবরকম প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যে মাঠও পরিদর্শন করা হয়েছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)