নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা হল কাশীপুর রোড। কলকাতা পুরসভা এর দেখভালের দায়িত্বে। পথটির বিস্তীর্ণ অংশ খারাপ। কোথাও উঁচু-নীচু। কোথাও ভাঙাচোরা। এবার কাশীপুর রোড সংস্কারের সিদ্ধান্ত হয়েছে। পুরনো রাস্তার পিচ তুলে দিয়ে নতুন করে বানানো হবে। জানা গিয়েছে, এই কাজের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে। ডিসেম্বরে শুরু হবে কাজ।
কলকাতা পুরসভার এক এবং ছ’নম্বর ওয়ার্ডের মধ্য দিয়ে গিয়েছে কাশীপুর রোড। কলকাতা সীমানা পেরিয়ে ঢুকেছে বরানগরে। বাগবাজার খালের উপরে থাকা ব্রিজ থেকে শুরু হয়ে বরানগর বাজার পর্যন্ত বিস্তীর্ণ এই রোডটি ৫০ ফুট চওড়া। প্রায় দু’কিলোমিটার দীর্ঘ। বহু বছর ধরে সেটি মেরামত হয়নি। ফলে হাল সঙ্গিন। রাস্তার বহু জায়গা বিক্ষিপ্তভাবে উঁচু-নীচু। টিউমারের মতো ঢেউ খেলে রয়েছে বলে অভিযোগ। পথটি অমসৃণ। অনেক জায়গাতেই খানাখন্দ দেখা দিয়েছে। ফলে সার্বিক সংস্কারের প্রয়োজন। এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কার্তিক মান্না বলেন, ‘আমার ওয়ার্ডের অন্তর্গত কিছু জায়গায় কাশীপুর রোডে অল্পবিস্তর কাজ হয়েছিল। কিন্তু গোটা রাস্তার সংস্কার হচ্ছিল না। মেয়র ফিরহাদ হাকিম উদ্যোগ নিয়েছেন এবং আর্থিক মঞ্জুরি দিয়েছেন। কাজের পর স্থানীয় বাসিন্দাদের সুবিধা হবে।’ কাশীপুর রোড কলকাতার উত্তর অংশের সঙ্গে উত্তর শহরতলির যোগাযোগের গুরুত্বপূর্ণ পথ। গঙ্গা লাগোয়া এই রাস্তার দু’পাশে বিস্তৃত সাবেকি জনপদ। তেমনই কলকাতা থেকে বরানগর বা ডানলপ যাওয়ার জন্য মূল রাস্তা বিটি রোডের যানজট এড়াতে বহু যানবাহন কাশীপুর রোড দিয়ে যাতায়াত করে। চিত্ত গঙ্গোপাধ্যায় নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘এই রাস্তা ধরে যাওয়া যায় কেওড়াতলা মহাশ্মশানে। নিয়মিত একাধিক গাড়ির যায়। রাস্তার ধারে রয়েছে মন্দির, বাজার, হাসপাতাল। ফলে সবমিলিয়ে এই পথ জনবহুল। এখন ভাঙা রাস্তায় ধুলো ওড়ে। যাতায়াতে অসুবিধা। রাস্তা মেরামত হওয়ার প্রয়োজন।’ পুরসভার সড়ক বিভাগের এক আধিকারিক বলেন, মাঝে বেশ কয়েকবার অল্পবিস্তর মেরামতের কাজ হয়েছিল। কিন্তু সার্বিকভাবে কাজ হয়নি। এবার গোটা পথের পিচ কেটে উড়িয়ে রাস্তা মসৃণ করা হবে। যে অংশে জমা জলের সমস্যা রয়েছে সেখানে প্রয়োজনে কংক্রিটের ব্লক বসানো হবে। এর ফলে রাস্তা টেকসই হবে।