• গতবারের চেয়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ল বিধাননগরে
    বর্তমান | ০১ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সংক্রমণ নিয়ন্ত্রণেই রয়েছে। তবুও গত বছরের চেয়ে এবার বিধাননগর পুরসভায় বাড়ল ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। শুধু তাই নয়, চলতি বছর নভেম্বরেই সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ৩৯০ জন আক্রান্ত হয়েছিলেন। এ বছর জানুয়ারি থেকে ২৭ নভেম্বর পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০৯। অর্থাৎ, নভেম্বরেই গতবারের চেয়ে আক্রান্ত বেড়ে গিয়েছে। এখনও পড়ে রয়েছে গোটা ডিসেম্বর মাস। যদিও পুরসভার দাবি, ২০২২ এবং ২০২৩ সালে বিধাননগর পুরসভা এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন প্রায় চার হাজার জন। সেই তুলনায় এবারের আক্রান্তের সংখ্যা ১০ গুন কম। অর্থাৎ, গতবারের চেয়ে বাড়লেও তার আগের বছরের হিসেব ধরলে বলাই যায়, সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে।

    পুরসভা সূত্রে খবর, ২০১৭ সালে বিধাননগর পুরসভায় ৩,১০৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। তখনও পর্যন্ত সেটাই ছিল সর্বোচ্চ। প্রতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এক বছরের ডেঙ্গু রিপোর্ট সংগ্রহ করা হয়। পরের বছরই আক্রান্তের সংখ্যা হাজারের নীচে নেমে আসে। তবে ২০২২ সালে এসে ২০১৭-র ‘রেকর্ড’ ভেঙে যায়। সে বছর ৪,২২২ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। ২০২৩ সালেও ৩৯৫৬ জন আক্রান্ত হয়েছেন। গতবার অর্থাৎ ২০২৪ সালের শুরু থেকেই ডেঙ্গু সংক্রমণ ঠেকাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। ওই বছর মাত্র ৩৯০ জন আক্রান্ত হন। চলতি বছরও শুরু থেকে সংক্রমণ কম ছিল। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্ত হয়েছিলেন ২৩০ জন। এর মধ্যে শুধুমাত্র সেপ্টেম্বরেই আক্রান্ত হন ১০১ জন। অক্টোবরে নতুন করে আরও ৭৫ জন আক্রান্ত হন। ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দু’সপ্তাহে নতুন করে ৩৮ জন আক্রান্ত হওয়ায় ৩০ অক্টোবরই মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৩০৫। গত ২৭ নভেম্বর পর্যন্ত রিপোর্ট অনুযায়ী, চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৪০৯। অর্থাৎ নভেম্বরেই আক্রান্ত হয়েছেন ১০৪ জন। চলতি বছরে সর্বাধিক। প্রসঙ্গত, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ৫ অক্টোবর সল্টলেকে ১৫ বছরের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বিধাননগর পুরসভার মেয়র পারিষদ (স্বাস্থ্য) বাণীব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এবছর প্রথম থেকেই ডেঙ্গু নিয়ন্ত্রণে রয়েছে। সংক্রমণ যাতে বৃদ্ধি না পায়, তার জন্য আমরা রুটিন মাফিক অভিযান চালাচ্ছি।’
  • Link to this news (বর্তমান)