• চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ, ধৃত যুবক
    বর্তমান | ০১ ডিসেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বনগাঁ: অ্যান্টি করাপশন ফাউন্ডেশনে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বাগদা থানার পুলিশ। ধৃতের নাম প্রসেনজিত চৌধুরী (৩৭)। বনগাঁ থানার এঁড়োপোতার বাসিন্দা তিনি। শনিবার রাতে বারুইপুর পুলিশ জেলা এলাকার নরেন্দ্রপুর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। রবিবার তাঁকে আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন।

    গত অক্টোবর মাসে বাগদার গাঙ্গুলিয়ার বাসিন্দা সৌমেনকুমার গাইন প্রসেনজিতের বিরুদ্ধে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেফতার করে। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার জানান, ধৃত প্রসেনজিত অ্যান্টি করাপশন ফাউন্ডেশনে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ধাপে ধাপে সৌমেনের কাছ থেকে আড়াই লক্ষ টাকা নিয়েছিলেন। চাকরি না হওয়ায় টাকা চাইতে গেলে তিনি সৌমেনকে হুমকি দেন বলে অভিযোগ। এরপর বাগদা থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিত ব্যক্তি। ধৃত যুবক দীর্ঘদিন ধরে একাধিক প্রতারণার সঙ্গে যুক্ত। তাঁর কাছ থেকে রাজ্য পুলিশের লোগো, আই কার্ড, পুলিশের পোশাক, প্রেসের কার্ড, ভুয়ো নিয়োগপত্র সহ ২৫টি জিনিস উদ্ধার করা হয়েছে। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত প্রসেনজিত এলাকায় অ্যান্টি করাপশন ফাউন্ডেশনের আধিকারিক পরিচয় দিয়ে একাধিক জালিয়াতি করে আসছিলেন দীর্ঘদিন ধরে। পুলিশের আই কার্ড নিয়ে ঘুরে বেড়াতেন। কখনও কখনও সাংবাদিক পরিচয় দিয়েও ঘুরে বেড়াতেন তিনি। দীর্ঘদিন ধরেই অভিযুক্তের নামে নানা অভিযোগ আসছিল। অবশেষে বাগদা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। পুলিশ সুপার জানান, অভিযুক্তকে গ্রেফতার করায় পুলিশের টিমকে পুরস্কৃত করা হবে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত প্রসেনজিত আগেও জেল খেটেছেন। একাধিক বিয়ে তাঁর। কয়েকবছর আগে প্রসেনজিতের এক স্ত্রী আত্মহত্যা করলে সেই কেসে তাঁকে জেল খাটতে হয়। এছাড়াও নানা অসামাজিক কাজে যুক্ত ছিলেন। সম্প্রতি এলাকায় বেশি দেখা যেত না তাঁকে। পরিবারের সঙ্গেই তাঁর ভালো সম্পর্ক নেই বলে সূত্র মারফত জানা গিয়েছে।
  • Link to this news (বর্তমান)