• Breaking News Live: ‘অপরাধীদের আশ্রয় দিয়েছেন’, আভিবাসন নিয়ে বাইডেনকে তোপ ট্রাম্পের
    এই সময় | ০১ ডিসেম্বর ২০২৫
  • অভিবাসন নিয়ে একের পর এক কড়া পদক্ষেপ করছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তৃতীয় বিশ্বের দেশ থেকে আর কোনও অভিবাসীকে আশ্রয় দেওয়া হবে না বলে ঘোষণা করে দিয়েছেন তিনি। এ বার কাঠগড়ায় তুললেন প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনকে। ট্রাম্পের কথায়, ‘আপনি অপরাধীদের আশ্রয় দিয়েছেন।’

    শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। ১৪টি বিল পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। তবে কোমর বাঁধছে বিরোধীরাও। দিল্লি বিস্ফোরণ থেকে শুরু করে SIR, বায়ুদূষণ-সহ একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হতে পারেন ইন্ডিয়া জোটের নেতা-নেত্রীরা।

    ভোর থেকেই কুয়াশায় ঢেকে গিয়েছে চারপাশ। জাঁকিয়ে ঠান্ডা পড়তে এখনও বেশ কিছুটা দেরি। তবে শীতের আমেজ থাকবে। আকাশ থাকবে রৌদ্রজ্জ্বল। সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

  • Link to this news (এই সময়)