• সংসদে শীতকালীন অধিবেশন, হাইকোর্টে SSC মামলার শুনানি, দিনভর আর কী খবরে নজর?
    এই সময় | ০১ ডিসেম্বর ২০২৫
  • আজ, সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। ১৯ তারিখ পর্যন্ত চলবে এই অধিবেশন। এই অধিবেশনে মোট ১৪টি বিল পেশ করতে পারে কেন্দ্রীয় সরকার। অন্য দিকে, সব মিলিয়ে ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলা SIR নিয়ে সংসদে বিতর্ক আলোচনা করতে চাইছে বিরোধী দলগুলি। ফলে, অধিবেশনের দিকে থাকবে নজর।

    SSC- র নতুন নিয়োগ বিধি চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা হয়েছিল। আজ, সোমবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি হওয়ার কথা।

    আজ, সোমবার থেকে ডায়মন্ড হারবারের মহেশতলায় শুরু হচ্ছে সেবাশ্রয়-২ ক্যাম্প। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ক্যাম্পের উদ্বোধন করবেন।৭ ডিসেম্বর পর্যন্ত মহেশতলায় চলবে এই ক্যাম্প।পরবর্তীতে ডায়মন্ড হারবার লোকসভার বাকি বিধানসভাগুলিতে ধাপে্ ধাপে এই ক্যাম্পের আয়োজন করা হবে।৩০ জানুয়ারি পর্যন্ত চলবে এই ক্যাম্প।

    SIR-র আবহে সোমবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নির্বাচন কমিশনে ডেপুটেশন দেওয়া হবে। এই কর্মসূচিতে দলীয় বিধায়করা হাজির থাকবেন।

    SIR আবহে মতুয়া সমাজের পক্ষ থেকে নির্বাচন কমিশন ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে। এই কর্মসূচিতে প্রাক্তন সাংসদ অধীররঞ্জন চৌধুরীর যোগ দেওয়ার কথা।বেলা ১২টায় কলেজ স্ট্রিট থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর পর্যন্ত মিছিল করে যাবেন উদ্যোক্তারা।

  • Link to this news (এই সময়)