• ‘বেশি নাটক করবেন না, কাজ করে দেখান’, শীতকালীন অধিবেশনের আগে বিরোধীদের তোপ মোদীর
    এই সময় | ০১ ডিসেম্বর ২০২৫
  • SIR নিয়ে আলোচনা চেয়ে কেন্দ্রীয় সরকারের উপরে চাপ বাড়াচ্ছে বিরোধীরা। সোমবার শীতকালীন অধিবেশন শুরুর আগে সেই চাপ কিছুটা হলেও ‘রিলিজ’ করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আক্রমণের পাল্টা আরও জোরালো আক্রমণের স্ট্র্যাটেজি নিয়ে বিরোধীদের উদ্দেশে বলে দিলেন, ‘বেশি নাটক করবেন না। সংসদে কাজ করে দেখান। এটা আপনাদের হতাশা দেখানোর জায়গা নয়।’ বিহারে NDA-এর বিপুল জয় নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন মোদী।

    প্রতিবারই অধিবেশন শুরুর আগে সংসদ চত্বরেই সাংবাদিকদের মুখোমুখি হন মোদী। কোনও প্রশ্নের উত্তর দেন না। নিজের বক্তব্যটা পেশ করেন শুধু। এ দিন শুরু থেকেই বিরোধীদের উপর খড়্গহস্ত ছিলেন তিনি। শীতকালীন অধিবেশন যে উত্তপ্ত হতে চলেছে রবিবারের সর্বদলীয় বৈঠকেই তার আঁচ পাওয়া গিয়েছিল। দিল্লি বিস্ফোরণ, বায়ুদূষণ-সহ একাধিক ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ করতে চলেছে বিরোধীরা। বিশেষ করে SIR নিয়ে। এমনকী ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে আলোচনা না করলে সংসদ অচল করে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়ে রেখেছেন সমাজবাদী পার্টির সাংসদ রামগোপাল যাদব। এ দিন তারই পাল্টা দিলেন মোদী।

    শুরুতেই বিহারে NDA-এর বিপুল জয়ের প্রসঙ্গ টেনে মোদী বলেন, ‘এই জয় অনেকের হজম হচ্ছে না।’ তবে তিনি খুশি। মোদীর কথায়, ‘বিহার দেখাল গণতন্ত্র কাকে বলে।’ বিহার নির্বাচনে বিপুল ভোটদান, বিশেষ করে মহিলাদের সক্রিয় অংশগ্রহণে তিনি আশার আলো দেখতে পেয়েছেন বলেও জানান প্রধানমন্ত্রী।

    কিন্তু বিরোধীরা এতে হতাশ। মোদীর কথায়, ‘সংসদ হতাশা দেখানোর জায়গা নয়। বিরোধী দলগুলিকে দায়িত্ব পালন করতে হবে। দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরুন।’ এর পরেই কিছুটা খোঁচা দিয়ে বলেন, ‘দুর্ভাগ্যজনক বিষয় হলো, আপনারা হার মানতে পারছেন না। আপনাদের হজম হচ্ছে না। পরাজয়ের হতাশা থেকে বেরিয়ে আসুন।’ মোদীর স্পষ্ট বার্তা, ‘সংসদ যেন আপনাদের রাগ ঝাড়ার জায়গা না হয়ে ওঠে।’ এই সূত্রেই বলে দেন, ‘বেশি নাটক করবেন না, কাজ দেখান।’

    বিরোধীরা চাইলেও SIR নিয়ে কোনও আলোচনা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে মোদী সরকার। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজেজুর দাবি, এটা নির্বাচন কমিশন পরিচালিত একটি প্রশাসনিক প্রক্রিয়া। এর সঙ্গে কেন্দ্রীয় সরকারের কোনও সম্পর্ক নেই। তাছাড়া নির্বাচন কমিশন একটি স্বশাসিত সংস্থা। তার হয়ে জবাব দেওয়া সরকারের কাজ নয় বলেই জানান তিনি।

  • Link to this news (এই সময়)