হুগলির চাঁপদানিতে ‘নিখোঁজ’ ৫৫ জন ভোটার। পাড়ার দেওয়ালে নামের তালিকা সাঁটিয়ে দিলেন BLO। ভোটার খুঁজে পাওয়া যায়নি বলে উল্লেখ করে নোটিস টাঙিয়ে জানিয়েছেন তিনি। সোমবার সকালে এই তালিকা দেখতে ভিড় জমে পাড়ার মোড়ে। কেউ কেউ আবার মোবাইল ফোন বন্দিও করেন সেই লিস্ট। নির্বাচন কমিশনের গাইডলাইন মেনেই এই নোটিস বলে খবর।
চাঁপদানি বিধানসভার ১১১ নম্বর বুথের ২৫ জন এবং ১১২ নম্বর বুথের ৩০ জন ভোটারকে চিহ্নিত করতে না পেরে এই নোটিস সাঁটিয়ে দেন BLO। সূত্রের খবর, বৈদ্যবাটি পুরসভার ২২ নম্বর ওয়ার্ডেও দু’টি বুথে এনিউমারেশন ফর্ম বিলি করতে গিয়ে বেশ কিছু ভোটারকে খুঁজেই পাননি BLO-রা। তাঁদের এলাকায়ও নোটিস ঝোলানো হয়।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, এনিউমারেশন ফর্ম নিয়ে একজন ভোটারের বাড়িতে তিন বার যাবেন BLO। না পেলে পাড়ার মধ্যেই নোটিস দিয়ে জানিয়ে দেওয়া হবে যে, তিন বার বাড়িতে গেলেও ফর্ম দিতে পারেননি। ভোটারদের সঙ্গে যোগাযোগও করা যায়নি।
এলাকাবাসীর দাবি, যদি সঠিক ভোটার হন তা হলে তিনি তাঁর ঠিকানায় থাকবেন। তিনি না থাকলেও পরিবারের কেউ থাকবেন। এ ক্ষেত্রে কাউকে পাওয়াই যায়নি। চাঁপদানির ১১১ নম্বর পার্টের বাসিন্দা আশিস পাল, দেবাশিস বসু জানান, যাঁরা ফর্ম নেননি, তাঁদের নাম রয়েছে তালিকায়। তাঁদের অভিযোগ, এই সব ‘ভূতুড়ে ভোটার’। যদি কেউ ফর্ম নিতেই আগ্রহ না দেখান, তাঁদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে বৈকি।
দেবাশিস বলেন, ‘এদের খুঁজে পাওয়া যায়নি। তাই BLO নামের তালিকা টাঙিয়ে দিয়েছেন। একদমই ঠিক করেছেন। এলাকাবাসী হিসেবে বলব, খতিয়ে দেখে স্বচ্ছ তালিকা তৈরি হোক। অবিলম্বে ভূতুড়ে ভোটার বাদ দেওয়া হোক।’