• সাংসদ অভিষেকের অপেক্ষায় মহেশতলা
    আজকাল | ০১ ডিসেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় আজ থেকে শুরু হতে চলেছে 'সেবাশ্রয় ২' ক্যাম্প। উদ্বোধন করবেন সাংসদ অভিষেক ব্যানার্জি। সোমবার প্রথমে বাটানগর নিউল্যান্ডের মাঠে সেবাশ্রয় ক্যাম্পের উদ্বোধন করবেন অভিষেক। এরপর সূচনা করবেন মহেশতলা চক-চান্দুল রথতলার সেবাশ্রয় ক্যাম্পের। শেষে উদ্বোধন হবে মহেশতলা সবুজ সংঘের মাঠের ক্যাম্পটির।

    ১ ডিসেম্বর থেকে 'সেবাশ্রয় ২' ক্যাম্প চালুর কথা নিজের জন্মদিনেই ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

    ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষের সুস্বাস্থ্যের অঙ্গীকার 'সেবাশ্রয়'। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি গত বছর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে এলাকাবাসীদের সুস্বাস্থ্যের অঙ্গীকার ও বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুরু করেছিলেন 'সেবাশ্রয় স্বাস্থ্য শিবির ক্যাম্প'। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ৭ টি বিধানসভা জুড়ে শুরু হয়েছিল এই 'সেবাশ্রয় স্বাস্থ্য শিবির ক্যাম্প'। অভিষেকের মস্তিষ্ক প্রসূত এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছিল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বাসিন্দারা। চিকিৎসা পরিষেবা এলাকাবাসীদের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য এই উদ্যোগ। 

    গতবারের 'সেবাশ্রয় স্বাস্থ্য শিবির' থেকে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র জুড়ে প্রায় ১২ লক্ষ মানুষ উপকৃত হয়েছিলেন। বহু জটিল রোগের অপারেশন করা হয়েছে এই 'সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের' মধ্যে দিয়ে। এই সেবাশ্রয় ক্যাম্প থেকে স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে ওষুধ-সহ চশমা এবং শ্রবণ যন্ত্র পেয়ে উপকৃত হয়েছে এলাকাবাসীরা। ৭৫ দিনেরও বেশি সময় ধরে এই সেবাশ্রয় স্বাস্থ্য শিবির ক্যাম্প চলেছিল। 

    এবারও মহেশতলা বিধানসভা প্রতিটি মানুষ স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। ক্যাম্পে থাকছে সমস্ত রকমের চিকিৎসা ব্যবস্থা। যেমন স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা, থেকে শুরু করে সমস্ত রোগের চিকিৎসা করা হবে এই ক্যাম্পে। এ

    সেবাশ্রয়-২ এর সূচি

    ১-৭ ডিসেম্বর- মহেশতলা বিধানসভা।৮-১৪ ডিসেম্বর- মেটিয়াবুরুজ বিধানসভা।১৫-২১ ডিসেম্বর- বজবজ বিধানসভা।২২-৩০ ডিসেম্বর- বিষ্ণুপুর বিধানসভা।২-৮ জানুয়ারি- সাতগাছিয়া বিধানসভা।৯-১৫ জানুয়ারি- ফলতা বিধানসভা।১৬-২২ জানুয়ারি- ডায়মন্ড হারবার বিধানসভা। এছাড়াও ক্যাম্প চলবে জানুয়ারির শেষ এক সপ্তাহ জুড়ে। ২৪ থেকে ৩০ জানুয়ারি, ডায়মন্ড হারবার লোকসভার, সকল বিধানসভা কেন্দ্রে মডেল স্বাস্থ্য শিবিরে মেগা ক্যাম্প হবে।

    কী কী পরিষেবা মিলবে এই সেবাশ্রয়ে?

    চোখ, রক্তচাপ, সুগার থেকে ক্যানসার বিভিন্ন ধরনের অসুস্থতায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন। শুধুমাত্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষদের জন্য নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে এই সেবাশ্রয় স্বাস্থ্য শিবির ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারবেন। এ বিষয়ে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের বাসিন্দা প্রদীপ দেবদাস জানান, 'গত বছর এই সেবাশ্রয় স্বাস্থ্য শিবির ক্যাম্প থেকে আমরা নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করাই। শুধু তাই নয় স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসকেরা আমাদেরকে ওষুধ দেন। বহু মানুষ এই সেবাশ্রয় স্বাস্থ্য শিবির থেকেই উপকৃত হয়েছেন, আবারও সেবাশ্রয় স্বাস্থ্য শিবির শুরু হওয়াতে খুশি আমরা।' কমলা সামন্ত বলেন, 'গতবারের সেবাশ্রয় স্বাস্থ্য শিবির ক্যাম্পে আমি আমার চক্ষু পরীক্ষা করাই এবং অভিজ্ঞ চিকিৎসকেরা চক্ষু পরীক্ষা করার পর বিনামূল্যে আমাদেরকে চশমা দেন। এখন সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছি। আবারও সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে উপকার হবে বহু মানুষের।'  রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছে, ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে ডায়মন্ড হারবার মডেলকেই পুনরায় হাতিয়ার করছেন অভিষেক। বিধানসভা নির্বাচনের আগে অভিষেক এই সেবাশ্রয়ের মাধ্যমেই বিরোধীদের কোণঠাসা করতে মরিয়া।
  • Link to this news (আজকাল)