সংসদ নাটক করার জায়গা নয়, কাজ করে দেখান, অধিবেশন শুরুর আগে বিরোধীদের তোপ মোদির
বর্তমান | ০১ ডিসেম্বর ২০২৫
নয়াদিল্লি, ১ ডিসেম্বর: এসআইআর নিয়ে লাগাতার কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়াচ্ছে বিরোধীরা। এরমধ্যেই আজ, সোমবার থেকে শুরু হল সংসদের শীতকালীন অধিবেশন। এদিন অধিবেশন শুরুর আগে বক্তব্য রাখেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোনওরকম রাখঢাক না করেই বিরোধীদের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানান মোদি। বিরোধীদের উদ্দেশ্যে সোজাসুজি বলেন, নাটক করবেন না। সংসদ নাটক করার জায়গা নয়। কাজ করে দেখান। সংসদে আলোচনার পরিবেশ বজায় রাখুন। এটা আপনাদের হতাশা দেখানোর জায়গা নয়। দেশের উন্নয়নের জন্য কাজ করুন। পাশাপাশি বিহারে এনডিএ-র জয় নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। বলেন, বিহার দেখিয়েছে গণতন্ত্র কাকে বলে। কিন্তু বিহারে এনডিএ-র জয় অনেকেরই পছন্দ হচ্ছে না। বিরোধীদের পরাজয়ের হতাশা থেকে বেরিয়ে আসা উচিত। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল, কয়েকটি দল এখনও পরাজয় মানতে পারছে না। পরপর পরাজয়ে তাঁরা হতাশাগ্রস্ত। বিরোধীদের নিজের দায়িত্ব যথাযথ ভাবে পালন করা উচিত।পাশাপাশি মোদি বলেন, সংসদকে রাজনীতির জন্য ব্যবহার করা হচ্ছে। অনেকেই এটা করেছেন। কিন্তু এবার তাদের এটা বোঝা উচিত, গত ১০ বছর ধরে তারা যে খেলাটা খেলছেন দেশ তা মোটেই গ্রহণ করছে না। কটাক্ষের সুরে বিরোধীদের বলেন, নীতিতে পরিবর্তন আনুন। কীভাবে পারফর্ম করতে হয় আমি সে বিষয়ে আপনাদের টিপস দেওয়ার জন্যও প্রস্তুত রয়েছি।