• মাকে কুপিয়ে খুন করল ছেলে! গ্রেপ্তার অভিযুক্ত
    বর্তমান | ০১ ডিসেম্বর ২০২৫
  • সংবাদদাতা, কান্দি: মাকে কুপিয়ে খুন করল মানসিক ভারসাম্যহীন ছেলে! গতকাল অর্থাৎ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ভরতপুর থানার খয়রা গ্রামে। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম মিনতি গোস্বামী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খয়রা গ্রামের একটি বাড়িতে মা এবং ছেলে রঘুনাথ গোস্বামী থাকতেন। মিনতি দেবী প্রায় দেড় বছর ধরে শয্যাশায়ী। সম্প্রতি মানসিক ভারসাম্য হারিয়েছিলেন ছেলে।পুলিশের অনুমান, গতকাল মধ্যরাতে মাকে খুন করার পর গ্রামে লুকিয়ে পড়ে অভিযুক্ত। জানা যাচ্ছে, মৃতার হাত এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি মহিলার মৃতদেহও উদ্ধার করা হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। 
  • Link to this news (বর্তমান)