• সোমবার থেকে দাম কমছে বাণিজ্যিক গ্যাসের
    দৈনিক স্টেটসম্যান | ০১ ডিসেম্বর ২০২৫
  • বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমল ১০ টাকা। ১৯ কেজি সিলিন্ডারের দাম কমল প্রায় ১০টাকা। ১ ডিসেম্বর থেকেই এই রেট চালু হবে। তবে ডোমেস্টিক সিলিন্ডারের দাম কমেনি। বাড়ির রান্নার গ্যাসের দাম যেমন ছিল তেমনই থাকছে। বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিশেষ করে হোটেল রেস্তোরাঁ, মিষ্টির দোকান বিভিন্ন জায়গায় কিছুটি স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে।

    গত মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৫ টাকা কমেছিল। আবার দাম কমানো হল। এবারে প্রায় ১০ টাকা কমানো হল।  দিল্লিতে ১৯ কেজির সিলিন্ডারের দাম কমে হয়েছে ১৫৮০.৫০। আগে ছিল ১৫৯০.৫০ টাকা। কলকাতা  কমে দাঁড়িয়েছে ১৬৮৪ টাকা। মুম্বইয়ে নতুন দাম হয়েছে ১৫৩১.৫০ টাকা। চেন্নাইয়ে নতুন দাম হয়েছে ১৭৩৯.৫০ টাকা

    Advertisement

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)