• ‘কাটমানি’ নিয়ে নেতার বিরুদ্ধে মাইকে প্রচার
    আনন্দবাজার | ০১ ডিসেম্বর ২০২৫
  • কাটমানি-কাণ্ডে বিভিন্ন সময়ে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছে। এ বার মাইকে দলের নেতার বিরুদ্ধে প্রচার করে ‘কাটমানি’ বাবদ দেওয়া টাকা উদ্ধারের ডাক দিলেন মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল কর্মী বলে পরিচিত কিছু যুবক।

    শুক্রবার রাতে টোটোর মাথায় মাইক বেঁধে তাঁরা প্রচার করেন, আবাস যোজনায় বাড়ি পেতে পুর-এলাকার ১৬ নম্বর ওয়ার্ডের ১৪৪ নম্বর বুথে তৃণমূলের সভাপতি ইলিয়াস হোসেন ওরফে রিঙ্কুকে যাঁরা ‘কাটমানি’ দিয়েছেন, সোমবার তাঁরা যেন এলাকার একটি বাড়িতে জড়ো হন। সেখান থেকে রিঙ্কুর বিরুদ্ধে অভিযোগ করতে সবাই মিলে থানায় যাবেন। রিঙ্কুর অবশ্য দাবি, ‘‘কাটমানি নিইনি। কিছু বিরোধী গোষ্ঠীর মানুষ চক্রান্ত করে এমন অপপ্রচার করেছে। তাদের বিরুদ্ধে মানহানির মামলা করব।’’ মাইক বেঁধে প্রচার করেছেন যাঁরা, তাঁদের অন্যতম নেতা রহমত আলির দাবি, ‘‘আমরা তৃণমূলেরই কর্মী। তবে কাটমানি-প্রসঙ্গে এখন কিছু বলব না। প্রয়োজনে, থানার সামনেই আন্দোলনে বসব।’’

    তৃণমূল সূত্রে খবর, গত সাত বছর ধরে আবাস যোজনায় প্রাপক হতে ডোমকল পুর-এলাকায় কাটমানি দিয়েছেন কয়েক হাজার জন। নাম প্রকাশে অনিচ্ছুক তেমন এক জন বলেন, ‘‘মোটা টাকা কাটমানি দিতে হয়েছে।’’ আর এক জনের দাবি, ‘‘যাঁরা বাড়ি পেয়েছেন, তাঁদের অধিকাংশ কাটমানি দিয়েই পেয়েছেন। অনেকে আবার কাটমানি দিয়েওবাড়ি পাননি।’’

    তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব সরকারের বক্তব্য, ‘‘যা বলার, স্থানীয় নেতৃত্ব বলবেন।’’ তৃণমূলের ডোমকল ব্লক সভাপতি হাজিকুল ইসলাম বলছেন, ‘‘যাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি দলের কেউ নন। অভিযোগ হলে, প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে।’’ রিঙ্কুর অবশ্য দাবি, ‘‘এখনও বুথ সভাপতি হিসেবে দায়িত্বে আছি। আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে।’’ ডোমকলের সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক মোস্তাফিজুর রহমানের মন্তব্য, ‘‘সবটাই বখরা নিয়ে গন্ডগোল।’’
  • Link to this news (আনন্দবাজার)